Volodymyr Zelenskyy On War: প্রাথমিক লক্ষ্য শান্তি ফেরানো

Volodymyr Zelenskyy

জাস্ট দুনিয়া ডেস্ক: ৫০ দিন অতিবাহিত। ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনেস্কির এখন এক নম্বর কাজ হল শান্তি পুনরুদ্ধারকে ত্বরান্বিত করা (Volodymyr Zelenskyy On War)। তিনি বলেন, ‘‘আমাদের সশস্ত্র বাহিনী এটি দুর্দান্তভাবে করছে। তারা হানাকারীদের আক্রমণ প্রতিহত করছে। তারা পাল্টা হামলা চালাচ্ছে। আমাদের কূটনীতিকদের অবশ্যই সম্ভাব্য সব দিক থেকে, সম্ভাব্য সব স্তরে তাদের তৎপরতা চালিয়ে যেতে হবে। অফিসিয়াল এবং আনঅফিসিয়াল উভয়ই।’’

তিনি আরও বলেন, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার পরবর্তী অংশ অবশ্যই রাশিয়ান তেল পরিত্যাগ করা। সাধারণভাবে, গণতান্ত্রিক বিশ্বকে অবশ্যই স্বীকার করতে হবে যে রাশিয়ান শক্তি সম্পদের জন্য অর্থ আসলে গণতন্ত্রের ধ্বংসের জন্য অর্থ। যখন এই সিদ্ধান্তগুলি নেওয়া হবে, আমরা সবাই দেখতে পাব যে শান্তি ফিরে আসছে।

জেলেনেস্কি তাঁর নিজস্ব ভাষায় বক্তব্য রাখলেও ভিডিওর নিচে ইংরেজিতে তাঁর অনুবাদ করা থাকে যাতে অন্য ভাষার মানুষদের কাছেও পৌঁছে যায় তাঁর বক্তব্য। কারণ তিনি জানেন, ইউক্রেনের উপর রাশিয়ার আক্রমণ বেশিরভাগ প্রথম বিশ্বের দেশই ভালভাবে নেননি। আমেরিকা, ইউরোপ পাশে দাঁড়িয়ে সর্ব শক্তি নিয়ে। তাই গোটা বিশ্বের কাছে দেশের বক্তব্য পৌঁছে দিতে চান প্রেসিডেন্ট। শুনুন কী বলছেন তিনি—

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)