জাস্ট দুনিয়া ডেস্ক: TMC আসানসোলে শত্রুঘ্ন সিন্হা ৩ লাখেরও বেশি জিতেছেন। বালিগঞ্জে বাবুল সুপ্রিয় জিতলেন প্রায় ২০ হাজার ভোটে। দুই কেন্দ্রেই উপনির্বাচন ছিল। একটি বালিগঞ্জ বিধানসভা। অন্যটি আসোনসোল লোকসভা। শনিবার ফল প্রকাশের পর দেখা গেল, দুই কেন্দ্রেই জিতেছে রাজ্যের শাসকদল তৃণমূল। আসানসোল কেন্দ্রে জিতেছেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হা। বালিগঞ্জে জিতেছেন বাবুল সুপ্রিয়।
বাবুল বিজেপির পাশাপাশি গত বছর আসানসোলের সাংসদ পদ থেকেও ইস্তফা দেন। সে কারণেই ওই কেন্দ্রে উপনির্বাচনের প্রয়োজন হয়। অন্য দিকে গত কালীপুজোর দিন প্রয়াত হন বালিগঞ্জের তৃণমূল বিধায়ক সুব্রত মুখোপাধ্যায়। সে কারণে ওই কেন্দ্রেও উপনির্বাচন। দুই কেন্দ্রেই তৃণমূলের প্রার্থীরা জিতেছেন।
বাবুলের ছেড়ে আসা আসানসোলে শত্রুঘ্ন তিন লাখের বেশি ভোটে হারিয়েছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালকে। আসানসোলে দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি। বাবুল এর আগে ওই লোকসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে জিতেছেন দু’বার। কিন্তু শত্রুঘ্ন সে সব ছাপিয়ে গিয়েছেন। নিজে রেকর্ড ভোটে জিতেছেন ওই কেন্দ্র থেকে।
অন্য দিকে, বালিগঞ্জ কেন্দ্র থেকে সুব্রত গত বিধানসভা ভোটে প্রায় ৭৫ হাজার ভোটে জিতেছিলেন। একই দলের প্রার্থী হয়েও বাবুল মাত্র ২০ হাজারের কাছাকাছি ভোটে জিতেছেন। ভোটে জেতার পর বাবুল সিপিএম এবং বিজেপির বিরুদ্ধে তাঁর নামে কুৎসা করার অভিযোগ করেছেন। বাবুল হারিয়েছেন সিপিএম প্রার্থী সায়রা হালিমকে। ওই কেন্দ্রে সিপিএম দু’নম্বর স্থানে রয়েছে। বিজেপি প্রার্থী কেয়া ঘোষ তিন নম্বরে রয়েছেন। তাঁর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
দলের এমন জয়ের পর এ দিন বিকেলে কালীঘাট মন্দিরে গিয়ে পুজো দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে তিনি বলেন, ‘‘বিজেপির চক্রান্ত ব্যর্থ করেছেন মানুষ।’’
বাবুলের টুইট…
And, now the lady who's a loser by people's verdict, doesn't show the grace to accept the defeat but instead goes ahead to call me 'Corrupt'•But I will humbly & calmly enjoy the win letting her sulk in the pain of the loss• Proves👇#EducationDoNotMakeOneEducated #LoserBjpCpim https://t.co/AY9eMnVXOU
— Babul Supriyo (@SuPriyoBabul) April 16, 2022
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)