টি-টোয়েন্টি এবং টেস্ট থেকে অবসর নেওয়া ভারতীয় ব্যাটসম্যান Virat Kohli স্বাভাবিকভাবেই তাঁর ব্যস্ত সময়সূচী থেকে কিছুটা সময় বের করে কিছু নতুন অধ্যায়ের দিকে মনোনিবেশ করছেন। আর তাতেই যোগ দিয়েছেন তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)-এর সঙ্গে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫ এর একটি সফল অভিযান উপভোগ করার সময়, কোহলিকে তাঁর স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে পিকলবলে হাত পাকাতে দেখা গিয়েছে। ক্রিকেটের পাশাপাশি জমিয়ে এবার পিকলবলেও তাহলে মন দিচ্ছেন বিরাট কোহলি।
সেই তালিকায় যে এই জুটিই শুধু রয়েছেন তেমনটা নয়। আরসিবি মেন্টর দীনেশ কার্তিক এবং তাঁর স্ত্রী দীপিকা পল্লিকালকেও দেখা গিয়েছে এই পিকলবল উপভোগ করতে। দীপিকা নিজে একজন পেশাদার স্কোয়াশ খেলোয়াড়, যাঁর দেশে-বিদেশে একাধিক সাফল্য রয়েছে। দেশের প্রতিনিধিত্ব করেছেন নিয়মিত। এক কথায় ভারতীয় ক্রীড়াবিদ জুটি দীনেশ কার্তিক ও দীপিকা পাল্লিকল। তাদেরও আরসিবি ক্যাম্পে এই খেলাটি খেলতে দেখা গিয়েছে।
আরসিবি ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে দাবি করেছে যে পিকলবল জ্বর তাদের দলে ছড়িয়ে পড়েছে। দেখুন সেই ছবি—

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google
 

