ট্যাংরায় হাত ধরে টেনে মহিলাকে অ্যাম্বুল্যান্সে তোলার চেষ্টা, বাঁচাতে গিয়ে মৃত শ্বশুর!

ট্যাংরায় হাত ধরে টেনে মহিলাকে অ্যাম্বুল্যান্সে তোলার চেষ্টাট্যাংরায় হাত ধরে টেনে মহিলাকে অ্যাম্বুল্যান্সে তোলার চেষ্টা

জাস্ট দুনিয়া ডেস্ক: ট্যাংরায় হাত ধরে টেনে মহিলাকে অ্যাম্বুল্যান্সে তোলার চেষ্টা করল দু’জন। মহিলার চিৎকার শুনে বাঁচাতে এসেছিলেন তাঁর শ্বশুর। এর পর পালানোর সময় ওই মহিলার শ্বশুরকে পিষে দিয়ে বেশ খানিকটা হিঁচড়ে নিয়ে গেল অ্যাম্বুল্যান্স। হাসপাতালে নিয়ে যাওয়ার কিছু ক্ষণ পরেই বছর ষাটেকের ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাতে এমন ঘটনাই ঘটেছে বলে অভিযোগ ট্যাংরার গোবিন্দ খটিক রোডের বাসিন্দা ওই মহিলার। পুলিশের কাছে অভিযোগে জানানো হয়েছে, এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে বাড়ি ফিরছিলেন ওই মহিলা ও তাঁর আত্মীয়েরা। মাঝরাস্তায় এই ঘটনা ঘটে।

আরও খবর পড়তে ক্লিক করুন

পুলিশ বুধবার বিকেলে ওই অ্যাম্বুল্যান্সের চালক সন্দেহে বছর ছাব্বিশের আব্দুর রহমান এবং তাঁর সঙ্গী কুড়ি বছরের তাজুদ্দিনকে গ্রেফতার করেছে। তবে মহিলাকে অপহরণের চেষ্টা হয়নি বলেই প্রাথমিক তদন্তে মনে হয়েছে পুলিশের।

জেরায় ধৃতেরা জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় এসএসকেএম হাসপাতাল থেকে রোগী নিয়ে চায়না টাউনের দিকে গিয়েছিল তারা। সেখান থেকে আর এক রোগীকে নিতে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে যাওয়ার সময় গোবিন্দ খটিক রোডের ঘটনা। এর পরে তারা মল্লিকবাজারের দিকে চলে যায়। তারা জানিয়েছে, ওই বৃদ্ধ কোনও ভাবে রাস্তা পার হতে গিয়ে অ্যাম্বুল্যান্সটির সামনে পড়ে যান।


(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)