জাস্ট দুনিয়া ডেস্ক: মিস শেফালি প্রয়াত, বৃহস্পতিবার ভোরে উত্তর ২৪ পরগনার সোদপুরের বাড়িতেই মারা গিয়েছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬।
শিল্পীর আসল নাম আরতি দাস। কিন্তু কলকাতা তাঁকে চিনত মিস শেপালি নামেই। তাঁর ভাগ্নি আলভিনা সাহা জানিয়েছেন, দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন। ভুগছিলেন কিডনির সমস্যাতেও। এ দিন ভোর বেলা হার্ট অ্যাটাকেই মারা গিয়েছেন মিস শেফালি। আলভিনাই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মিস শেফালি-র দুটো কিডনিই নষ্ট হয়ে গিয়েছিল। এর আগে দীর্ঘ দিন হাসপাতালেও ভর্তি ছিলেন তিনি।
সত্তরের দশকে মিস শেফালি ওবেরয় গ্র্যান্ডের প্রিন্সেস ডিস্কোর স্টার ডান্সার। রাতের কলকাতা সম্মোহিত তাঁর নামে। থিয়েটারে এলেন প্রশংসাও পেলেন। সে সময়ের শিক্ষিত মধ্যবিত্ত থেকে অভিজাত সমাজ তাঁকে গ্রহণ করেছিল সাদরে। কলকাতার ক্যাবারে কুইন হিসাবে খ্যাত মিস শেফালি ‘চৌরঙ্গি’ নাটকে ক্যাবারে ডান্সার কনি-র চরিত্রে অভিনয় করেই মধ্যবিত্ত গৃহস্থের ঘরে হইচই ফেলেছিলেন।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে সঙ্গীত শিল্পী ঊষা উত্থুপ সংবাদ মাধ্যমে বলেছেন, ‘‘পেটের টানে ক্যাবারে শেখা উদ্বাস্তু পরিবারের এই নৃত্যশিল্পীর কেরিয়ারে শিল্পীর সম্মান জোটেনি বলেই আমি মনে করি। কী পরিচয় তাঁর, নর্তকী না নটী? শেফালির আসল নাম আরতি দাস সেটাও অনেকেই জানে না।’’
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)