Governor’s Letter মমতাকে, রাজভবনে ডেকে আলোচনার আর্জি

Governor’s Letter

জাস্ট দুনিয়া ব্যুরো: সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি (Governor’s Letter) দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। মুখ্যমন্ত্রীর সুবিধে মতো তিনি যেন রাজভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন—এমনটাই আর্জি জানানো হয়েচে সেই চিঠিতে। চলতি সপ্তাহের যে কোনও দিন যেন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন—এমনটাই চেয়েছেন রাজ্যপাল। সেই চিঠি মমতাকে পাঠানোর পাশাপাশি টুইটও করেছেন তিনি। টুইটে তিনি লেখেন, তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে চান এবং সমস্যার সমাধান করতে চান। তাঁর অবশ্য এই অভিযোগও রয়েছে, অনেক তথ্য চাওয়া হলেও রাজ্য সরকার তাতে সাড়া দেননি।

এদিকে তৃণমূলের তরফে ধনখড়ের মমতাকে লেখা চিঠি নিয়ে কোনও বিরূপ মন্তব্য শোনা না গেলেও সেই চিঠি টুইট করা নিয়ে তোপ দেগেছেন কুনাল ঘোষ। এটা করে তিনি যে সাংবিধানিক পদের সম্মানহানি করেছেন। সেটাকে অসৌজন্য বলে ব্যাখ্যা করেছেন তিনি। রাজ্য সরকার-রাজ্যপাল বিবাদ নতুন নয়। জগদীপ ধনখড় আসার পর থেকেই মমতা সরকারের সঙ্গে তাঁর মতবিরোধ লেগেই রয়েছে।

দেখে নিন সেই চিঠি—

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)