Punjab Assembly Election: প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Global Patidar Business Summit

জাস্ট দুনিয়া ডেস্ক: Punjab Assembly Election-এর প্রচারে নেমে পড়লেন প্রধানমন্ত্রী। রবিবার সেখানে নির্বাচন। তার আগে বৃহস্পতিবার পঞ্জাবের প্রচার মঞ্চ থেকে কংগ্রেসকে বিঁধলেন। পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নির ‘ইউপি, বিহার কে ভাইয়া’ প্রসঙ্গ টেনে আনলেন। একহাত নিলেন প্রিয়ঙ্কা গান্ধীকেও। তিনি বলেন, ‘‘কোথায় গুরু গোবিন্দ সিং-এর জন্ম হয়েছিল? পটনা সাহিব না বিহারে। আপনারা কি গুরু গোবিন্দ সিং-কে পঞ্জাবের বাইরে বের করে দিতে চান? যাঁদের এরকম ভাগাভাগির মানসিকতা তাঁদের কখনও এক মুহূর্তের জন্যও পঞ্জাবকে শাসন করতে দেওয়া উচিত নয়।’’ শুনে নিন আর কী কী বললেন তিনি—

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)