Missionaries Of Charity, বন্ধ সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট!

Missionaries Of Charity

জাস্ট দুনিয়া ডেস্ক: Missionaries Of Charity-র সব ব্যাঙ্ক অ্যাকাউন্টই বন্ধ। এই খবর নিয়ে দিনভর রাজনৈতিক চাপা‌নউতর তৈরি হল সোমবার। মাদার টেরিজা প্রতিষ্ঠিত ‘মিশনারিজ অব চ্যারিটি’র ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ নিয়ে শেষমেশ মুখ খুলল মাদার হাউস। জানানো হল, কেন্দ্র ‘মিশনারিজ অব চ্যারিটি’র কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করেনি। বরং, তারাই নিজেদের সব শাখাকে বিদেশি মুদ্রা সংক্রান্ত লেনদেন বন্ধ রাখতে বলেছে। একই সঙ্গে জানা গিয়েছে, বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত কেন্দ্রীয় অনুমতি নিয়ে প্রশ্ন উঠেছে। সে প্রশ্ন তুলেছে স্বরাষ্ট্র মন্ত্রক। গত ২৫ ডিসেম্বর ওই অনুমতি পুনর্নবিকরণ স্থগিত রেখেছে সরকার। আর সে কারণেই আপাতত কোনও রকম বিদেশি মুদ্রার লেনদেন না করার সিদ্ধান্ত নিয়েছে ‘মিশনারিজ অব চ্যারিটি’।

সোমবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র টুইট করেন। সেখানে তাঁরা দাবি করেন, কেন্দ্রীয় সরকার গত ২৫ ডিসেম্বর ‘মিশনারিজ অব চ্যারিটি’র সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানায়, কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্টই তাদের তরফে বন্ধ করা হয়নি। বরং, ‘মিশনারিজ অব চ্যারিটি’ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার কাছে অ্যাকাউন্ট বন্ধ করার আর্জি জানায়। তবে সাহায্য হিসেবে বিদেশি মুদ্রা নেওয়ার জন্য প্রয়োজনীয় কেন্দ্রীয় অনুমোদন দেওয়া হয়নি ‘মিশনারিজ অব চ্যারিটি’কে। কিছু শর্ত পূরণ করতে না পারার কারণেই ওই অনুমতি মেলেনি বলেই জানিয়েছে অমিত শাহের মন্ত্রক।

সোমবার দুপুরে মুখ্যমন্ত্রী টুইটারে লেখেন, ‘বড়দিনের উৎসবের মধ্যে মাদার টেরিজার মিশনারিজ অব চ্যারিটির সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে শুনে আমি বিস্মিত।’ মমতার পাশাপাশি সূর্যকান্তও টুইটারে লিখেছেন, ‘মিশনারিজ অব চ্যারিটির ২২ হাজার রোগী এবং কর্মীরা খাবার, ওষুধ ছাড়া রয়েছেন।’ মমতা সেই সঙ্গে লেখেন, ‘আইন সবার উপরে হলেও মানবিক কাজকর্ম বন্ধ হয়ে যাওয়া ঠিক নয়।’

কেন্দ্রের নিন্দা করে টুইট করেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। ডেরেক শনিবার কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানাতে গিয়ে একটি বিদেশি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর তুলে ধরেছেন। ‘ভারত সরকার মাদার টেরিজার দাতব্য প্রতিষ্ঠানের বিদেশি অনুদান পাওয়ার পথে বাধা সৃষ্টি করছে’ শিরোনামের ওই প্রতিবেদনটি প্রকাশ করে তৃণমূল নেতা লিখেছেন, ‘সত্যকে তুমি লুকোতে পারবে না।’

তারই পাল্টায় শুভেন্দু অধিকারী লেখেন, ‘ভুয়ো খবর ছড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রকের বিরুদ্ধে ক্ষোভ উস্কে দিতে চাইছেন। যখন এমন পদে আসীন কোনও ব্যক্তি এমন কাজ করেন, তখন কারণটি ভুল তথ্য নয়, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে অপপ্রচারের প্রচেষ্টা। কিন্তু সত্য সব সময়ই জয়ী হয় এবং তার পক্ষ অবলম্বনকারীর পাশে থাকে।’


প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)