জাস্ট দুনিয়া ডেস্ক: সোনালী বেন্দ্রে ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন। কিন্তু মন পড়ে রয়েছে নিজের ব্যাক্তিগত জীবনে। যদিও সব থেকে কাছের মানুষগুলো তাঁর সঙ্গেই রয়েছেন। নিউইয়র্কে এই মুহূর্তে চিকিৎসা চলছে সোনালীর। কিন্তু কোনও উৎসবের কথা জানাতে ভোলেন না সোনালী। সে ছেলের জন্ম দিন হোক বা দীপাবলি। সোমবার নিজের বিবাহবার্ষিকীর কথা টুইট করে জানালেন তিনি। সঙ্গে তুলে দিলেন তাঁর ও গোল্ডি বহেলের বিয়ের একটি ছবিও।
সেই টুইটে সোনালী লেখেন, ‘‘আমি এখানে লিখতে বসে বুঝতে পারছি শব্দ করে মনে সব আবেগকে এখানে তুলে ধরতে পারব না। স্বামী, সঙ্গী, বেস্ট ফ্রেইন্ড আমার জন্য সব, তিনি গোল্ডি বহেল।’’
তাঁর ইনস্টাগ্রামে তিনি এই পোস্টটি করেন। ১৬ বছর আগে বিবাহ বন্ধনে আবন্ধ হয়েছিলেন সোনালী ও গোল্ডি।সোনালী লেখেন, ‘‘বিয়ে হল সব সময় পাশে থাকা। ভগবান জানে এতগুলো বছর আমরা কী ভাবে কাটিয়েছি।’’
সোনালি লেখেন, ‘‘অনেকেই বুঝতে পারে না ক্যান্সার শুধু একজনের লড়াই নয়। এটা গোটা পরিবারের লড়াই। আমি এর মধ্যে দিয়ে যাচ্ছি। যেখানে তুমি সব দায়িত্ব সামলাচ্ছ। দুই দেশের মধ্যে ছুটে বেড়াচ্ছ।’’
সোনালী টুইট করার সঙ্গে সঙ্গেই তাতে লাইক করতে দেখা যায় বলিউডের অনেককেই। সেই তালিকায় রয়েছেন, প্রিয়ঙ্কা চোপড়া, শ্বেতা বচ্চন নন্দা, আয়ুষ্মান খুরানা, নেহা ধুপিয়া, সুজান খান। প্রিয়ঙ্কা চোপড়া লেখেন, ‘‘শুভ বিবাহবাষির্কী।’’
৪৩ বছরের সোনালী এই মুহূর্তে নিউইয়র্কের হাসপাতালে রয়েছে। জুলাইয়ে তাঁর তাঁর ক্যান্সার ধরা পড়ে। দীপাবলিতে নিউইয়র্কের ছেলে ও স্বামীর সঙ্গে সময় কাটিয়েছেন। সেই ছবিও পোস্ট করেছিলেন তিনি।