ছুটির মরসুম শুরু মানেই, Tourism Season-ও শুরু। আর গরমে সবাই চায় পাহাড়ে গিয়ে একটু ঠান্ডায় ছুটিটা কাটাতে। কিন্তু গত কয়েকদিন ধরে আবহাওয়া যেমন উল্টো সুরে গাইছে, তাতে ট্যুরিস্টদের অনেক পরিকল্পনাই ভেস্তে যাওয়ার পথে। প্রবল বৃষ্টি, সঙ্গে ল্যান্ড স্লাইড তো রয়েছেই। যার জেড়ে থমকে গিয়েছে বিভিন্ন রাস্তা। মাঝ রাস্তায় আটকে থাকতে হচ্ছে পর্যটকদের। সম্প্রতি উত্তর সিকিম এমন ভয়াবহ পরিস্থিতির সম্মুখিন হয়েছে। গত কয়েকদিনের বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর ভারতও। শনিবার রাত থেকে দিল্লি ও এনআরসি জুড়ে এত বেশি বৃষ্টি হয়েছে যে থমকে গিয়েছে রাজধানী শহর। বন্ধ বিমান বন্দর, রাস্তাঘাট জলে ডুবে, সব মিলে ভয়ঙ্কর পরিস্থিতি। এবার খবর পাওয়া যাচ্ছে উত্তরাখণ্ডেরও।
উত্তরাখণ্ডে ভারী বৃষ্টিপাতের ফলে ভূমিধসের ঘটনা ঘটেছে, যার ফলে হাইওয়েতে বিভিন্ন জায়গায় ধ্বংসস্তূপের সৃষ্টি হয়েছে এবং পর্যটন মরসুম শুরু হওয়ার সঙ্গেই ব্যাপক যানজট তৈরি হয়েছে।
ভূমিধস এবং ভারী বৃষ্টিপাতের ফলে বদ্রীনাথ হাইওয়েতে ছয় কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে, যা অলকানন্দা নদীর তীরে অবস্থিত ধরি দেবী মন্দির থেকে ছয় কিলোমিটার দূরে খাঁক্রা পর্যন্ত বিস্তৃত।
বিকাল ৪টার দিকে গুগলের একটি রিয়েল-টাইম ট্র্যাফিক আপডেটে দেখা গিয়েছে যে ন্যাশনাল হাইওয়ে ৭ (এনএইচ ৭)-এ স্বাভাবিকের চেয়ে অনেকবেশি যানজট রয়েছে, যা অনেক তীর্থস্থান, ঋষিকেশ, দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, চামোলি, যোশীমঠ এবং বদ্রীনাথকে সংযুক্ত করে। ধরি দেবী মন্দিরটি উত্তরাখণ্ডের শ্রীনগর এবং রুদ্রপ্রয়াগের মধ্যে অবস্থিত। সেই হাইওয়েটি অলকানন্দা নদীর পাশ দিয়েই গিয়েছে।
ভিজ্যুয়ালে দেখা গিয়েছে গাড়ি, ফোর্স ট্রাভেলার, ট্রাক সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে এবং হাইওয়ে থেকে পাহাড়ের ধ্বংসাবশেষ পরিষ্কার করছে জেসিবি মেশিন। কিন্তু বৃষ্টি চলতে থাকলে, রাস্তা পরিষ্কার করার কাজও বাধাপ্রাপ্ত হবে। সঙ্গে বাড়ছে ঝুঁকিও। এমনিতেই পাহাড়ি রাস্তা ঝুঁকিপূর্ণ তার উপর ধস নেমে সেই রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছে। এই অবস্থায় পর্যটকদের নিরাপত্তা অনেকটাই নির্ভর করছে স্থানীয় গাড়ির চালকদের উপর।
আবহাওয়া অফিসসূত্রে জানা গিয়েছে ২৭ মে পর্যন্ত পশ্চিম ও পূর্ব রাজস্থানে ধুলোঝড় এবং হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই পরিস্থিতিতে বিপাকে পড়েছেন পর্যটকরা। কারণ অনেক আগে থেকেই পরিকল্পনা হয়ে থাকে। ট্রেন টিকিট, বিমান টিকিট, হোটেল বুকিং, গাড়ি বুকিং—সব মিলে অনেক টাকা আগাম খরচ করে থাকেন ট্যুরিস্টরা। সেই অবস্থায় প্রকৃতিক দুর্যোগ বাড়লে সমস্যায় পড়তে হবে তাদের।
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google