জাস্ট দুনিয়া ডেস্ক: বুধবার রীতিমতো বিস্ফোরণ ঘটালেন কপিল সিবাল (Kapil Sibal)। জানিয়ে দিলেন কংগ্রস ছাড়ছেন তিনি। রাজ্যসভার জন্য মনোনয়ন জমা দিলেন নির্দল হিসেবে। যাকে সমর্থন করছে সমাজবাদী পার্টি। এদিন তিনি সাংবাদিকদের বলেন, ‘‘আমি কংগ্রেস পার্টি থেকে সরে দাঁড়িয়েছিল ১৬ মে। আমি আর এখন সিনিয়র কংগ্রেস লিডার নই। কংগ্রেসের সঙ্গে আমার সম্পর্ক গভীর। ৩০-৩১ বছরের। এটা কোনও ছোট বিষয় নয়। আমি কংগ্রেসে যোগ দিয়েছিলাম রাজীব-জির (রাজীব গান্ধী) জন্য।’’
তিনি আরও বলেন, ‘‘আপনারা ভাববেন কী ভাবে একজন ৩১ বছর পর কংগ্রেস ছাড়ার কথা ভাবতে পারে। সেখানে এমন কিছু রয়েছে যা আমাকে আঘাত করেছে। কখনও কিছু সিদ্ধান্ত নিতে হয়। আমি কংগ্রেসের মতাদর্শ থেকে খুব দূরে নই। আমি দলের অনুভূতির সঙ্গে আছি।’’
তিনি বলেন, ‘‘আমরা সকলেই এই কারণে সীমাবদ্ধ যে আমরা দলের সদস্য এবং সেই দলের শৃঙ্খলা মেনে চলতে হবে, তবে একটি স্বাধীন কণ্ঠস্বর থাকা গুরুত্বপূর্ণ। একটি স্বতন্ত্র আওয়াজ উঠলে মানুষ মনে করবে সে অন্য কোনও দলের সঙ্গে যুক্ত নয়।’’ হাইপ্রোফাইল নেতার কংগ্রেস ছাড়ার ধারাবাহিকতা বজায় থাকল। গত পাঁচ মাসে এই নিয়ে পাঁচজন। গত দু’বছরে সেই তালিকাটা আরও দীর্ঘ।
গত পাঁচ মাসে যাঁরা কংগ্রেস ছেড়েছেন তাঁদের তালিকাটা অনেকটা এরকম। আরপিএন সিং কংগ্রেসে ছিলেন ৩২ বছর। কিন্তু অভিযোগ যে আদর্শ নিয়ে তিনি এই দলে এসেছিলেন সেটা আর নেই। গত বছর তিনি বিজেপিতে যোগ দেন। অশ্বিনী কুমার গত ফেব্রুয়ারিতে দল ছাড়েন। যাঁর দলের সঙ্গে ছিল চার দশকের সম্পর্ক। তাঁর মতে, তিনি কংগ্রেসর পতনই দেখতে পাচ্ছেন ভবিষ্যতে। হার্দিক প্যাটেল, কংগ্রেস ছাড়েন এই মাসের শুরুতেই। কারণ তিনি দলের মধ্যে গুরুত্ব হারিয়েছিলেন। সুনীল জাখর,যিনি পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রীও এই মাসেই দল ছাড়েন। তার পরই যোগ দেন বিজেপিতে। আর এবার কপিল সিবাল।
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক)