জাস্ট দুনিয়া ডেস্ক: দেশ জুড়ে বাড়ছে Covid-19 সংক্রমণ। সঙ্গে রয়েছে ওমিক্রন আতঙ্কও। কিছু মাস আগেই কোভিডের দ্বিতীয় ঢেউ গোটা দেশকে রীতিমতো ভয়ঙ্কর পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছিল। সেদিন আর দেখতে চায় না প্রশাসনও। যে কারণে কোভিড নিয়ে তড়িঘড়ি আলোচনায় বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি দেশকেও বার্তা দিলেন। বর্ষ শেষের উৎসবের আমেজে ইতিমধ্যেই গা ভাসিয়েছে দেশ। কিন্তু তার মধ্যেই সাবধান হওয়ার বার্তা দিলেন। সঙ্গে ছোটদের কোভিড টিকা এবং বয়স্কদের (৬০ ঊর্ধ্ব) বুস্টার ডোজের কথাও বললেন তিনি।
প্রথম পদক্ষেপ হিসেবে ৩ জানুয়ারি ২০২২ থেকে শুরু হচ্ছে ১৫ থেকে ১৮ দের টিকাকরণ। ১০ জানুয়ারি থেকে দেওয়া হবে করোনাযোদ্ধাদের বুস্টার ডোজ। যা এক কথায় আগাম সতর্কতামূলক ডোজও বলা যেতে পারে। একই সঙ্গে শুরু হবে ৬০ ঊর্ধ্ব ও যাঁদের কোমর্বিডিটি রয়েছে তাঁদের বুস্টার ডোজ। মোদী এদিন জানান, গত ১১ মাস ধরে আমাদের দেশে টিকাকরণ চলছে। প্রাপ্ত বয়স্কদের ৬১ শতাংশের ৬১ শতাংশ ডোজ নেওয়া হয়ে গিয়েছে। ৯০ শতাংশ একটি করে ডোজ নিয়েছেন।
শুনে নিন তাঁর বার্তায় কী বললেন মোদী-
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)