জম্মু-কাশ্মীরে ৩৭০ অনুচ্ছেদ ফিরিয়ে না আনা পর্যন্ত ভোটে দাঁড়াব না: মেহবুবা মুফতি

জম্মু-কাশ্মীরে ৩৭০ অনুচ্ছেদ

জাস্ট দুনিয়া ডেস্ক: জম্মু-কাশ্মীরে ৩৭০ অনুচ্ছেদ ফিরিয়ে না আনা পর্যন্ত ভোটে দাঁড়াবেন না মেহবুবা মুফতি। শুক্রবার একটি সর্বভারতীয় টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিতে এ কথাই বলেছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবারই তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দিল্লিতে এসে বৈঠক করেন। প্রধানমন্ত্রীর বাসভবনে ওই বৈঠক হয়। পরে মেহবুবারা দাবি করেন, প্রধানমন্ত্রী জম্মু-কাশ্মীরকে ফের রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু তার এক দিন পরেই মেহবুবা জানিয়ে দিলেন, জম্মু-কাশ্মীরে ৩৭০ অনুচ্ছেদ ফিরিয়ে না আনা পর্যন্ত ভোটে দাঁড়াবেন না।

মেহবুবা এ দিন জানিয়েছেন, নির্বাচনের আগে সরকারের জনসাধারণের কাছে পৌঁছনো উচিত। তাদের ভেঙে যাওয়া মনোবলকে ফিরিয়ে আনতে সেটাই প্রয়োজন বলে মনে করেন মেহবুবা। জম্মু-কাশ্মীরে ৩৭০ অনুচ্ছেদ ফিরিয়ে না আনা পর্যন্ত তিনি যেমন ভোটে দাঁড়াবেন না বলে জানিয়েছেন, তেমনই জানিয়ে দিয়েছেন, যদি তাঁর দল ভোটে জিতে যায়, মেহবুবা মুখ্যমন্ত্রীও হবেন না। তাঁর কথায়, ‘‘যত ক্ষণ না পর্যন্ত ৩৭০ অনুচ্ছেদ ফিরিয়ে না আনা হচ্ছে, আমি কোনও নির্বাচনে লড়াই করব না। না হলে ওঁরা বলবেন, আমি রাজনৈতিক সুবিধার জন্য এটা করছি। কিন্তু আমার দল গণতান্ত্রিক কোনও পরিসর ছেড়ে দিতে নারাজ। অন্য কোনও শক্তি সেই জায়গা নিয়ে নেবে, সেটাও আমার দল চায় না। যদি দল জেতে, আমাদের অনেক প্রবীণ নেতা রয়েছেন। আমি মুখ্যমন্ত্রী হব না। এটা যে নিছক কোনও স্লোগান নয়, সেটা আমি আমার লোকদের বার্তা দিতে চাই।’’

৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার এবং জম্মু-কাশ্মীরকে রাজ্য থেকে আলাদা দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে তৈরি করার কেন্দ্রীয় সিদ্ধান্তের পর বৃহস্পতিবারই প্রথম প্রধানমন্ত্রী উপত্যকার শীর্ষ নেতাদের সঙ্গে প্রায় তিন ঘণ্টা বৈঠক করেন। ওই বৈঠকে উপত্যকার নেতারা ২০১৯ সালে কেন্দ্রের নেওয়া ওই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন। প্রধানমন্ত্রী ওই বৈঠকে তাঁদের দিল (মন) এবং দিল্লি থেকে দূরত্ব কমানোর অনুরোধ করেন। পাশাপাশি তিনি জানান, জম্মু-কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে উপযুক্ত সময়ে। এর পরেই তিনি নির্বাচনের জন্য ওই নেতাদের প্রস্তুত হতে বলেন। এ দিন মেহবুবা বলেন, ‘‘নির্বাচনের আগে আমাদের আগে মানুষের আত্মবিশ্বাস ফেরাতে হবে। কারণ তাঁরা একটা বড়সড় ধাক্কা খেয়েছেন। তাঁরা বিমর্ষ। প্রথমে তাঁদের কাছে গিয়ে মনোবল বাড়াতে হবে।’’


প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)