জাস্ট দুনিয়া ডেস্ক: ভারতীয় জাতীয় কংগ্রেসের ফেসবুক পেজ থেকে সাধারণ মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করলেন প্রিয়ঙ্কা গান্ধী (Priyanka Gandhi Live)। সেখানে রাজনীতি থেকে ব্যক্তিগত সম্পর্কের কথাও উঠে এল। সব প্রশ্নের উত্তর দিলেন মন খুলে। সেখানে রাহুল গান্ধীর সঙ্গে তাঁর ছোটবেলার সম্পর্কের প্রশ্নও এল। যা পড়ে হেসে ফেললেন প্রিয়ঙ্কা। জানালেন, ‘‘ছোটবেলায় আমরা খুব মাড়ামাড়ি করতাম। আর জিতত রাহুলই। কখনও কখনও বাবা (রাজীব গান্ধী)কে গিয়ে থামাতে হত।’’ এই প্রসঙ্গে উঠে এল ইন্দিরা গান্ধীর হত্যার কথাও। সেখানে তিনি বলেন, ‘‘দাদির হত্যার পর আমাদের স্কুল যাওয়া বন্ধ হয়ে গিয়েছিল। তখন আআর বয়স ১২। আমি আর রাহুল বাড়িতেই থাকতাম। ১৮ বছর পর্যন্ত এভাবেই চলেছে। বাড়িতে বসে পড়াশোনা করতাম আর পরীক্ষা দিতাম। আমাদের বাইরে কোনও বন্ধু ছিল না। তাই মারপিট করলেও বন্ধুত্বও খুব বেশি ছিল।’’
এমনও প্রশ্ন তাঁকে শুনতে হল, তিনি আদৌ ছেলে-মেয়েদের হোম ওয়ার্ক করান কিনা। তাতে তিনি বলেন, ‘‘আজও মেয়ের প্রজেক্টে সাহায্য করেছি। আমাকে নিজের ছেলে-মেয়ের পাশাপাশি তাদের বন্ধুদেরও হোমওয়ার্ক করাতে হত। সারাদিন পার্টির কাজ সেরে ফিরেও ছেলে-মেয়ের পড়াশোনা করিয়েছি।’’ব্যক্তিগত জীবনের কথা বলাটাও বেশ উপভোগ করতে দেখা গেল প্রিয়ঙ্কাকে। রাজনীতির প্রসঙ্গে কখনও কখনও বেশ সিরিয়াস উত্তরও এল।
শুনে নিন আর কী কী বললেন প্রিয়ঙ্কা গান্ধী
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)