প্রশ্নের মুখে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়
প্রথমে ৩৬ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি যায়। পরে সেটাই দাঁড়ায় ৩২ হাজারে। সেই ৩২ হাজার চাকরি বাতিল নিয়ে কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চে এ বার একাধিক প্রশ্নের মুখে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়। চাকরিহারাদের পক্ষে আইনজীবীরা ওই রায়ের বিরুদ্ধে জোরালো সওয়াল করেন ডিভিশন বেঞ্চে। সেখানে মামলার শুনানি শেষ হলেও রায় ঘোষণা শুক্রবার।
মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হল না কর্নাটকে
বুধবার ঘোষণা করার কথা ছিল। কিন্তু কংগ্রেস হাই কম্যান্ড এ দিন কর্নাটকের নতুন মুখ্যমন্ত্রী কে হবেন, তা ঘোষণা করেননি। আগামি ২-৩ দিনের মধ্যে ওই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন কর্নাটকের দায়িত্বপ্রাপ্ত এআইসিসির নেতা রণদীপ সিং সুরজেওয়ালা।
ইমরানের স্বস্তি
স্বস্তি পেলেন ইমরান খান। প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর গ্রেফতারির ক্ষেত্রে রক্ষাকবচের মেয়াদ ৩১ মে পর্যন্ত বৃদ্ধি করল ইসলামাবাদ হাই কোর্ট। আদালত জানিয়ে দিয়েছে, ৯ মের পর ইমরানের বিরুদ্ধে যে সমস্ত মামলা দায়ের হয়েছিল, সেই মামলাগুলিতে গ্রেফতার করা যাবে না পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ’ পার্টির প্রধানকে।