১০০ শব্দের গল্প ১৫: ভাইরাস

১০০ শব্দের গল্প

১০০ শব্দের গল্প নিয়ে মজার খেলাটা হঠাৎই মাথায় এল। লকডাউনে যখন সবাই গৃহবন্দি তখন ভাললাগা, ভালবাসাগুলোকে আরও একবার খুঁজে পেলে কেমন লাগে? সেই খোঁজেই এই ১০০ শব্দের গল্প লেখার উদ্যোগ ফেসবুকে। অনেকেই সাড়া দিয়েছেন, অনেকেই দেননি। কিন্তু যাঁরা দিয়েছেন তাঁরা নিজের সেরাটা তুলে ধরেছেন। ১০০ শব্দ কারও বেশি হয়েছে কারও কম, কিন্তু সবাই লিখেছে গল্প। জাস্ট দুনিয়ার পাতায় এ বার সেই গল্পগুলোকেই আমাদের পাঠকদের জন্য তুলে ধরা। ১৫তম দিনের গল্প লিখলেন শুচিস্মিতা সেন চৌধুরী  (www.facebook.com/suchismita.senchowdhury)


বহু দিন পর ঘনিষ্ঠ হতে চাইছিল শৌনক। চাকরির টানাপড়েন আর বাবার অসুখ নিয়ে ব্যতিব্যস্ত শৌনক কত দিন ঠিক মতো কথা বলেনি মঞ্জরীর সঙ্গে।

রাতে শৌনক শুতে আসার আগেই ঘুমিয়ে পরে মঞ্জরী। সবার ছুটি হলেও ওর হয় না। এনজিও-তে চাকরির সূত্রে দু়ঃস্থদের সাহায্য দিতে ফিল্ডে যেতে হয় ওকে। সে জন্য আজকাল অন্য ঘরে ঘুমোয় মঞ্জরী।

শৌনক ভাবছিল আজ অনেক কথা বলবে।

কী ভাবে ঢুকে পড়ছে ভাইরাস— শরীর থেকে মনে আর মন থেকে সমাজে। বলবে, লক ডাউন খোলার পর অনিশ্চয়তার কথা।

পাশ ফিরে শুয়ে থাকা মঞ্জরীর শরীরে হাত রেখে চমকে ওঠে শৌনক। তা হলে কি ওর উদাসীনতার ফাঁকে ঘরেও ঢুকে পড়েছে ভাইরাস?

শূন্যতায় পাক খেতে থাকে প্রশ্নটা।
গ্রাফিক্স: সুসেচৌ

(আরও গল্প পড়তে ক্লিক করুন এই লিঙ্কে)

(আপনারাও পাঠাতে পারেন গল্প, কবিতা, প্রবন্ধ, জীবনের অভিজ্ঞতার কথা এই ই-মেলে: justduniya2017@gmail.com অথবা ইনবক্স করুন ফেসবুক পেজে: https://www.facebook.com/JustDuniyaNews )