উল্টোডাঙার সুলভ শৌচালয়ে মহিলার দেহ

উল্টোডাঙা স্টেশন সংলগ্ন সলুভ শৌচালয়ে মহিলার দেহ উদ্ধার ঘিরে তৈরি হয়েছে সংশয়। কর্ম ব্যস্ত উল্টোডাঙা স্টেশন সংলগ্ন এই শৌচালয়ে কীভাবে এই মহিলা এলেন, কীভাবেই বা তাঁর মৃত্যু হল তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। শারীরিক অসুস্থতা নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে মানিকতলা থানার পুলিশ। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে তারা। শৌচালয় কর্মীর বয়ান অনুযায়ী, সকাল ৬টা নাগাদ ওই মহিলা শৌচালয়ে যান। অনেক সময় কেটে গেলেও তিনি বাইরে না আসায় দরজায় ধাক্কা দেওয়া হয়। কিন্তু সাড়া না পেয়ে এক মহিলাকে ডাকা হলে তিনি দরজা খুলে ভিতরে উঁকি দিয়ে ওই মহিলাকে পড়ে থাকতে দেখেন। তখনই পুলিশে খবর দেওয়া হয়।