একদিনে কোভিড ৬০৫০

প্রতিদিন কোভিড আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে ভারতে। প্রতিদিন যোগ হচ্ছে কম করে হাজার। এদিন স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়েছেন ৬,০৫০ জন। গত দিনের থেকে যেটা ১৩ শতাংশ বেড়েছে। বৃহস্পতিবার যা ছিল ৫,৩৩৫। গত বছর সেপ্টেম্বরে ছ’হাজারে উঠেছিল আক্রান্তের সংখ্যা। তার পর আবার এদিন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৪ জনের। তার মধ্যে তিনজন মহারাষ্ট্র, দু’জন করে কর্নাটক ও রাজস্থানের এবং একজন করে দিল্লি, হরিয়ানা, গুজরাত, হিমাচল প্রদেশ, জম্মু-কাশ্মীর ও পঞ্জাবের। ভারতের অ্যাক্টিভ কেস রয়েছে ২৫,৫৮৭। স্বাস্থ্যমন্ত্রী ডঃ মনসুখ মাণ্ডভিয়া সব রাজ্যের সঙ্গে তড়িঘড়ি রিভিউ মিটিংয়ে বসছে এদিন।