কলকাতা মেট্রোয় ফিরছে টোকেন

কোভিড পরবর্তী সময়ে যখন মেট্রো চালু হয় কলকাতায় তখন শুধুই যাঁদের কাছে কার্ড রয়েছে তাঁদের জন্যই খোলা হয় দরজা। এতদিন পর্যন্ত সেই নিয়মই লাগু ছিল। তবে যাঁরা নিয়মিত মেট্রোতে যাতায়াত করেন না এবার তাঁদেরও আর মেট্রোয় চড়ায় বাঁধা থাকছে না। এই সপ্তাহেই শুরু হতে চলেছে মেট্রো রেলের টোকেন ব্যবস্থা। এমনিতেই কলকাতায় সব অফিস খুলে গিয়েছে। সম্প্রতি খুলেছে স্কুলও। যার ফলে শুধু কার্ড হলেও অফিসের সময় ভিড়ে কোনও খামতি নেই। এবার টোকেন ব্যবস্থা ফিরলে সেই ভিড় নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না বলেই মনে করছেন অনেকে। তবে মেট্রো রেল কর্তৃপক্ষ ইতিমধ্যেই বৃহস্পতিবার থেকে টোকেন চালুর নির্দেশিকা জারি করেছে।