রক্তাক্ত ভূস্বর্গ, এবার হামলার কেন্দ্রে সাধারণ মানুষ। পর পর হত্যা করা হচ্ছে কাশ্মীরে বসবাসকারী বা সেখানে কাজ করতে যাওয়া ভিনরাজ্যের মানুষদের উপর। এর পাশাপাশি ভিনরাজ্যের শ্রমিকদের জম্মু-কাশ্মীর ছেনে যাওয়ার হুমকিও দিয়েছে জঙ্গিরা। গত একমাস ধরে বার বার ঘুরে ফিরে এমন আক্রমণের ঘটনা ঘটছে শ্রীনগর ও তৎসংলগ্ন এলাকায়। যা খতিয়ে দেখতে এদিনই দু’দিনের সফরে জম্মু পৌঁছেছেন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে। দু’দিন সেখানকার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখবেন তিনি। নিয়ন্ত্রণরেখা জুড়ে থাকা বিস্তির্ণ এলাকাতেও যাবেন তিনি। রবিবার কুলগামে খুন হন বিহার থেকে যাওয়া দুই শ্রমিক। যার দায় নিয়েছে লস্কর-ই-তৈবার নতুন সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট জম্মু এবং কাশ্মীর। গত এক মাসে সব মিলে ১১ জন সাধারণ নাগরিকের প্রান কেড়েছে তারা।