রাজ্যে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা কমের দিকেই। গত ২৪ ঘন্টায় রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ১৪ জন। তবে সোমবার মোট আক্রান্তের তুলনায় এই সংখ্যা সামান্য বেশি। সোমবার রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছিলেন এক হাজার ৯১০ জন। ২৮ ডিসেম্বরের পর সোমবার প্রথম দৈনিক আক্রান্তের সংখ্যা দু’হাজারের নীচে নেমেছিল। গত ২৪ ঘন্টায় কলকাতা এবং উত্তর ২৪ পরগনা বাদে রাজ্যের বাকি সব জেলাতেই দৈনিক আক্রান্ত ২০০-র নীচে রয়েছে। তবে দৈনিক মৃত্যু ৩০-এর উপরেই রয়েছে।