ঘটনাটি ঘটেছে সল্টলেকের ফাল্গুনী বাজার এলাকায়। সন্ধে ৭.১৫ মিনিট নাগাদ এই আগুন লাগে। সঙ্গে সঙ্গেই তা ছড়িয়ে পড়ে চারদিকে। শতাধিক ঝুঁপড়ি চলে যায় এই আগুনের গ্রাসে। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় দমকলের ১০টি ইঞ্জিন আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও তা পুরোপুরি নিভে গিয়েছে এমনটা এখনই বলা যাচ্ছে না। রাত ১০টা পর্যন্ত ধিকিধিকি আগুন জ্বলছে বলে খবর পাওয়া গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন দমকলমন্ত্রী সুজিত বসু, বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী। আগুন ছড়িয়ে পড়ার কারণ, হিসেবে বস্তিতে দাহ্য পদার্থ থাকাই মনে করা হচ্ছে। সিলিন্ডার বিস্ফোরণের শব্দও শোনা যায়। যার রেশ পড়েছে আশপাশের আবাসনেও।