হায়দরাবাদকে হারিয়ে আইপিএল শুরু রাজস্থানের

সানরাইজার্স হায়দরাবাদ বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচের শুরুটাই যেন বুঝিয়ে দিয়েছিল দিনটা গোলাপি জার্সিধারীদের। মঙ্গলবার প্রথমে ব্যাট করে ২১০ রান তোলে রাজস্থান। জবাবে হায়দরাবাদ শেষ ১৪৯ রানে। টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন কেন উইলিয়ামসন। শেষ চারটি ম্যাচে যে দল টস জিতেছে, প্রথম বল করে তারাই ম্যাচ জিতেছে। এ দিনও তেমনটাই হওয়ার সম্ভাবনা দেখছিলেন অনেকে। কিন্তু ম্যাচের শুরুতে ভুবনেশ্বর কুমারের বলে ক্যাচ দিলেন জস বাটলার। আব্দুল সামাদের হাতে বল জমা পড়ল। আম্পায়ার জানালেন নো বল। দিনের শুরুটাই ভাল হল না হায়দরাবাদের।