কপিল দেবের বিশ্ব জয়। দেখতে দেখতে কেটে গিয়েছে ৪২টা বছর। তবুও যেন চির নতুন। যে ভারত বিশ্ব ক্রিকেটে এখন রাজত্ব করছে সেই ভারতীয় ক্রিকেটের উত্থান World Cup 1983 জয়ের সঙ্গেই। ভারতও পারে, সেটা বুঝিয়ে দিয়েছিলেন কপিল দেব অ্যান্ড ব্রিগেড। তাঁর হাত ধরে আজ থেকে ঠিক ৪২ বছর আগে ১৯৮৩ সালের ২৫ জুন প্রথম বিশ্বকাপের স্বাদ পেয়েছিল ভারতীয় ক্রিকেট। বিশ্বকাপ ট্রফি হাতে নিয়ে পুরো বিশ্বকে চমকে দিয়েছিল ভারত। ঐতিহাসিক লর্ডসে বিশ্ব কাপ ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে ৪৩ রানে হারিয়ে সেদিন প্রমাণ করেছিল তৃতীয় বিশ্বের দেশও পারে বিশ্বকাপ জিততে।
১৯৮৩ সালের বিশ্বকাপ জয় ভারতীয় ক্রিকেটকে বিশ্বের দরবারে পরিচিতি দেওয়ার পাশাপাশি শক্তিশালী দল হিসেবে প্রতিষ্ঠা দিয়েছিল। অনেকেই মনে করেন, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং এমএস ধোনির অধিনায়কত্বেই ভারতীয় ক্রিকেট সুবর্ণ যুগ দেখেছিল। পরবর্তী সময়ে বিরাট কোহলি ও রোহিত শর্মা। কিন্তু ক্রিকেট কিংবদন্তী কপিল দেবের হাত ধরে এই ভিতটাই প্রতিষ্ঠিত হয়েছিল। রাস্তাটা তৈরি করে দিয়েছিল ১৯৮৩-র বিশ্বকাপ। যার অধীনে ভারত ১৯৮৩-র এই দিনে বিশ্বকাপ জিতে ব্রিটিশদের মাটিতে ভারতের পতাকা উড়িয়েছিল। লর্ডসের সেই ব্যালকনি ভারতের জন্য ক্রিকেট বিশ্বে দাপটের ছবির মঞ্চ তো বটেই।
বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) টুইট করে সেই দিনকে মনে করিয়েছে। ১৯৮৩ বিশ্বকাপ ট্রফি নিচ্ছেন কপিল দেব, অতি পরিচিত সেই ছবি আরও একবার মানুষের মনকে নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট।
এই মুহূর্তে সেই ইংল্যান্ডেই টেস্ট সিরিজ খেলছে শুবমান গিলের ভারত। প্রথম টেস্টে হারের মুখ দেখতে হলেও বুঝিয়ে দিয়েছে নতুন এই ভারতীয় দল ভবিষ্যতে ক্রিকেট বিশ্বকে চ্যালেঞ্জ দিতে তৈরি হচ্ছে। কিন্তু সেই সময়টা এমন ছিল না। কিছুটা যেন অবহেলিতই ছিল ভারতীয় ক্রিকেট। চোখ রাঙিয়ে চলে যেত ইংল্যান্ড, অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। বিশ্বকাপ জয় ভারতকে বিশ্ব ক্রিকেটে চোখে চোখ রেখে কথা বলতে শিখিয়েছিল। বুঝিয়েছিল আমরাও পারি।
১৯৮৩-তে ভারতকে কেউ ধর্তব্যের মধ্যেই ধরেনি। সেই দলই শেষ পর্যন্ত লড়ে গত দু’বারের চ্যাম্পিয়নদের হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে ছিলেন শ্রীকান্ত, সুনীল গাভাস্কার, সন্দীপ প্যাটেল, কপিল দেব, মহিন্দর অমরনাথ, যশপাল শর্মা, রজার বিনি, সৈয়দ কিরমানি, মদন লাল, কীর্তি আজাদ ও বলবিন্দর সান্ধু।
সেই সময় ৬০ ওভারে হতো ওয়ান ডে ক্রিকেট। প্রথমে ব্যাট করে ভারত ৫৪.৪ ওভারে ১৮৩ রান তোলে। তার পর বল হাতে বাজিমাত ভারতের। মহিন্দর অমরনাথ তিনটি উইকেট নেন। যার ফলে ১৪০ রানে শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।
সেই ওয়েস্ট ইন্ডিজের ধার অনেক কমেছে এখন। বড় আসর থেকে ছিটকে গিয়েছে আগেই। ক্রমশ অন্ধকারে তলিয়ে যাচ্ছে একসময় বিশ্ব ক্রিকেটে রাজত্ব করা ক্যারিবায়ন দ্বীপপুঞ্জ।
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google