শুবমান গিলকে অধিনায়ক করেই ইংল্যান্ড সফরের জন্য Indian test Team ঘোষণা করে দিল বিসিসিআই। ফিটনেসের কারণে দল থেকে বাদ পড়লেন মহম্মদ শামি। ভারতের ৩৭তম টেস্ট অধিনায়কত্ব পাওয়ার পাশাপাশি কনিষ্ঠতম অধিনায়ক হিসেবেও রেকর্ড গড়ে ফেললেন শুবমান। শনিবার মুম্বইয়ে সিনিয়র নির্বাচক কমিটির বৈঠকে শুভমান গিলকে ভারতের ৩৭তম টেস্ট অধিনায়ক হিসেবে বেছে নেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। ভারতের এই ১৮ সদস্যের দলে রয়েছে বেশ কিছু চমক। ইংল্যান্ড সফরের জন্য শুবমান গিলের ডেপুটি হিসেবে ঋষভ পন্থকেই রাখা হয়েছে।
মে মাসে টেস্ট ক্রিকেট থেকে সরে আসা রোহিত শর্মার জায়গায় এবার ভারতীয় টেস্ট দলের অধিনায়কত্বের ব্যাটন উঠল গিলের হাতে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অধিনায়কত্ব করা যশপ্রীত বুমরাহকেই মনে করা হয়েছিল এবারের অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হবে। কিন্তু তেমনটা হল না। তিনি ইতিমধ্যেই তিনটি টেস্টে ভারতের নেতৃত্ব দিয়েছেন, যার মধ্যে বর্ডার-গাভাস্কার ট্রফিতে রোহিতের অনুপস্থিতিতে দু’টি ম্যাচও ছিল। তবে বোর্ড ভরসা রাখল ২৫ বছরের শুবমানের উপরই। যদিও লাল বলের ফর্ম্যাটে তাঁর অধিনায়কত্বের অভিজ্ঞতা নেই। তিনি ২০২৪-এ জিম্বাবোয়েতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন। গিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে গুজরাট টাইটান্সেরও অধিনায়কত্ব করছেন। এর আগে গিল মাত্র পাঁচটি প্রথম-শ্রেণীর ম্যাচে নেতৃত্ব দিয়েছেন।
গিল ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে সহ-অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন। ২০২৫-এর ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরশাহীতে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের অভিযানে তিনি রোহিত শর্মার সহ-অধিনায়ক ছিলেন।
টেস্ট ক্রিকেটে, গিল ৩২টি ম্যাচ খেলেছেন এবং পাঁচটি সেঞ্চুরি-সহ ১,৮৯৩ রান করেছেন। তাঁকে এই গুরু দায়িত্ব দেওয়া নির্বাচকদের একটি দীর্ঘকালিন পরিকল্পনার ফল হিসেবেই ধরে নেওয়া যায়। শুবমানের অধিনায়কত্বেই ভারতীয় টেস্ট দল নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ যাত্রা শুরু করবে।
তবে, গিলের উপর অধিনায়কত্ব চাপানো হয়েছে কিনা তা নিয়ে উদ্বেগ রয়েছে, যিনি এখনও টেস্ট দলে তার জায়গা পাকা করতে পারেননি। আজ পর্যন্ত, গিল দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার (SENA) বিরুদ্ধে এবং ওয়েস্ট ইন্ডিজে ১৩টি ম্যাচে ৫৫৯ রান করেছেন, গড় মাত্র ২৫। ২৪ ইনিংসে মাত্র দু’টি অর্ধশতক রয়েছে। ২০২১-এ বিখ্যাত ব্রিসবেন টেস্টে তাঁর ম্যাচজয়ী ৯১ রানের পর থেকে, গিল এখনও এই দেশগুলির কোথাও হাফসেঞ্চুরি করতে পারেননি।
গিল এমন একটা সময় দলের অধিনায়কত্বের দায়িত্ব পাচ্ছেন যখন দল প্রজন্মের পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। ২০২৩-২০২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়ার পর থেকে, ঘরের মাঠে নিউজিল্যান্ড এবং বর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার কাছে পরপর সিরিজ হারের পরই এই বদলের ইঙ্গিত পাওয়া গিয়েছিল।
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য ভারতীয় দল নির্বাচনের আগেই বিরাট কোহলি এবং রোহিত শর্মার পর পর টেস্ট থেকে অবসর সেদিকেই ইঙ্গিত দিয়েছিল যে বোর্ড ভবিষ্যতের কথা ভেবে একটি তরুণ দল গড়তে চায়।
ইংল্যান্ড টেস্ট সিরিজের জন্য ভারতীয় দল— শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক) (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুধর্শন, অভিমন্যু ঈশ্বরণ, করুণ নায়ার, নীতীশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাডেজা, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, যশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা, আকাশ দীপ, অর্শদীপ সিং, কুলদীপ যাদব
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google