জাস্ট দুনিয়া ডেস্ক: তিনি যে রজার ফেডেরার (Virat On Federer) ফ্যান তা অতীতে বার বার বলেছেন সোচ্চারে। ফেডেরার অবসর নেওয়ার পরও সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছিলেন। রজার আর রাফার সেই কান্নার দৃশ্য বিরাটকেও সেই সময় ভাবিয়েছিল গোটা বিশ্বের মতো। ২০টি গ্র্যান্ডস্লাম জয়ী তারকার ম্যাচও দেখেছেন গ্যালারিতে বসে প্রাক্তন ভারত অধিনায়ক। সেই সময় দেখাও হয়েছিল দুই তারকার। সেই সব স্মৃতিকেই আরও একবার সামনে তুলে এনেছেন বিরাট। একটি ভিডিও পোস্টে তিনি রজারের উদ্দেশে বেশ কিছু কথা বলেছেন। পিছিয়ে থাকেননি রজারও। সোশ্যাল মিডিয়াতেই জবাব দিয়েছেন তিনি। দেখে নেওয়া যাক দু’জনের বার্তা—
Thank you for all the incredible memories, Roger 💫 @rogerfederer | #RForever | @imVkohli pic.twitter.com/VjPtVp9aq6
— ATP Tour (@atptour) September 29, 2022
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google