IND ODI Team vs SA: অধিনায়ক শিখর ধাওয়ান

IND ODI Team vs SA

জাস্ট দুনিয়া ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজের জন্য ভারতের দল (IND ODI Team vs SA) ঘোষণা করা হল। রবিবার অল-ইন্ডিয়া সিনিয়র সিলেকশন কমিটি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের মাস্টারকার্ড ওয়ানডে সিরিজের জন্য ভারতের দল বেছে নিয়েছে।

ভারতের ওডিআই দল: শিখর ধাওয়ান (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, শুভমান গিল, শ্রেয়াস আইয়ার (সহ-অধিনায়ক), রজত পতিদার, রাহুল ত্রিপাঠী, ঈশান কিশান (উইকেট-রক্ষক), সঞ্জু স্যামসন (উইকেট-রক্ষক), শাহবাজ আহমেদ, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, রবি বিষ্ণোই, মুকেশ কুমার, আভেশ খান, মহম্মদ সিরাজ, দীপক চাহার।

কবে, কোথায় ম্যাচ জেনে নিন: প্রথম ওডিআই (বৃহস্পতিবার ৬ অক্টোবর,  লখনউ), দ্বিতীয় ওডিআই (রবিবার ৯ অক্টোবর, রাঁচি), তৃতীয় ওডিআই  (মঙ্গলবার ১১ অক্টোবর, নয়া দিল্লি)।

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: FacebookTwitterGoogle