ভারতীয় এ দল বনাম ইংল্যান্ড লায়ন্সের মধ্যে ম্যাচটি চলছে বেশ হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে দিয়ে। অনেক ভারতীয় ক্রিকেটার সুযোগ পেয়ে দারুণভাবে কাজে লাগাচ্ছেন এই ম্যাচকে। কিন্তু ম্যাচের তৃতীয় দিন অবশ্য এই ক্যান্টারবারিতে লেখা হল অন্য ইতিহাস। কোনও দলের কোনও প্লেয়ার অবসর নিলেই একটা প্রশ্ন ওঠে তাঁর ব্যবহার করা জার্সি কে পরতে চলেছে? কিন্তু বিরাট কোহলির টেস্ট ক্রিকেট থেকে অবসরের পর সেই প্রশ্নটা করার সুযোগ পাওয়া গেল না। আসলে কারও মাথায় এই প্রশ্নটা এই কারণে আসেনি, বিরাট কোহলি টি২০ ও টেস্ট থেকে অবসর নিলেও একদিনের ম্যাচে খেলা চালিয়ে যাবেন। তার মানে তাঁর Jersey No 18 পরেই তিনি ওডিআই আন্তর্জাতিক খেলতে নামবেন।
রবিবার ইংল্যান্ডে ভারত এ বনাম ইংল্যান্ড লায়ন্সের মধ্যে ম্যাচে সবার নজর কেড়ে নেয় সেই চেনা ১৮ নম্বর জার্সি। তবে জার্সির ভিতরের মানুষটি আলাদা। বিরাটের ১৮ নম্বর জার্সি পরে এই ম্যাচে খেলতে নেমেছেন পেসার মুকেশ কুমার। অবাক হওয়ারই পালা ছিল বটে। বিরাট কোহলি পুরোপুরি অবসর নিয়ে নিলে এটা সম্ভব ছিল কিন্তু এখনও খেলা চালিয়ে যাওয়া জার্সি অন্যকে দেওয়াটা কতটা যুক্তি যুক্ত। তবে এখানে একটা অন্য বক্তব্যও থাকতে পারে বোর্ডের। মুকেশ শর্মা খেলছেন ভারত এ দলের হয়ে। বিরাট কোহলির ১৮ নম্বর জার্সি সিনিয়র দলের। এখন দেখার টেস্ট ক্রিকেটে সিনিয়র দলের কাউকে এই ১৮ নম্বর জার্সি পরতে দেখা যায় কি না।
এদিন ১৮ নম্বর জার্সি পরে কঠিন সময়ে বল হাতে তিন উইকেট নিয়ে মান রেখেছেন মুকেশ। অতীতে ৪৯ নম্বরের জার্সি পরে খেলতে দেখা গিয়েছে তাঁকে। এদিন তাঁর পিঠে ১৮ নম্বরের জার্সি অনেকেরই নজর কেড়ে নিয়েছে। এবং তাঁর ছবি রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। অতীতে এমএস ধোনি যখন ২০২০-র ১৫ অগস্ট সোশ্যাল মিডিয়ায় নিজের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন তখন ক্রিকেট বিশ্ব স্বাভাবিকভাবেই চমকে গিয়েছিল। এটার জন্য প্রস্তুত ছিল না কেউই। রোহিত শর্মা বা বিরাট কোহলির অবসর প্রত্যাশিত ছিল। সেই সময় বিসিসিআই ঘোষণা করেছিল এমএস ধোনির সঙ্গেই তাঁর ৭ নম্বর জার্সিও ভারতীয় ক্রিকেট থেকে অবসর নিল। এই জার্সি আর কাউকে দেওয়া হবে না।
বিরাট ও রোহিতের ক্ষেত্রেও কি তেমনটা হবে? তা সময়ই বলবে। তবে এটাও ঠিক এমএস ধোনির সাফল্য ভারতের কোনও ক্রিকেটারের নেই।
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google