জাস্ট দুনিয়া ডেস্ক: তিনি রোহিত শর্মা (Rohit Sharma)। ভারতীয় দলের অধিনায়ক। বিরাট কোহলি পরবর্তী সময়ে তিনিই ভারতীয় সিনিয়র ক্রিকেট দলের হাল ধরেছেন। এই পরিস্থিতিতে তাঁর সামনে সব সময়ই বড় চ্যালেঞ্জ থেকেছে বিরাটকে ছাপিয়ে যাওয়ার। তবে তাঁর জন্য খেলাটাই শেষ কথা। তাঁর ব্যবহারে কখনও এমনটা মনে হয়নি তিনি বিরাটকে ছাঁফিয়ে যেতে চান বা তাঁর সঙ্গে প্রতিযোগিতায় নেমেছেন। বরং বিরাটকে সঙ্গে নিয়েই দলকে পরিচালনা করতে তিনি বেশি স্বচ্ছ্বন্দ। তাঁর অধিনায়কত্বে ইতিমধ্যেই অনেক সিরিজ খেলে ফেলেছে ভারত। কখনও সাফল্য তো কখনও ব্যর্থতার মুখোমুখি হতে হয়েছে। এবার সামনে টি২০ বিশ্বকাপ। তার আগে রীতিমতো উত্তেজিত অধিনায়ক। বরং বলা যায় খেলতে নামার জন্য মুখিয়ে রয়েছেন তিনি। শুনে নেওয়া যাক পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে কী বলছেন তিনি—
From leading India for the first time in ICC World Cup to the team’s approach in the #T20WorldCup ! 👌 👌
💬 💬 In conversation with #TeamIndia captain @ImRo45!
Full interview 🎥 🔽https://t.co/e2mbadvCnU pic.twitter.com/fKONFhKdga
— BCCI (@BCCI) October 19, 2022
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google