Shubman Gill, ভারতীয় ক্রিকেটের নতুন ওয়ান্ডার বয়

Shubman Gill

বৃহস্পতিবার বার্মিংহামে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে Shubman Gill ইতিহাস লিখলেন তো বটেই, সঙ্গে বার্তাও দিয়ে দিলেন, সঠিক হাতেই রয়েছে ভারতীয় ক্রিকেট। ভারতের হয়ে তাঁর প্রথম টেস্ট ডবল সেঞ্চুরি হাঁকিয়ে ইংল্যান্ডের মাঠে ভারতের পতাকা ওড়ালেন ম্যাচ শেষের আগেই। গিল ৩১১ বলে এই রেকর্ডে নিজের নাম লিখিয়ে ‌নেন। এর ফলে, গিল বিদেশের মাটিতে ভারতীয় অধিনায়ক হিসেবে দ্বিতীয় ডাবল সেঞ্চুরিয়ন হন হিসেবে জায়গা করে নিলেন। ২০১৬-তে নর্থ সাউন্ডে বিরাট কোহলির ২০০ রানের পর। গিল SENA দেশগুলিতে ডাবল সেঞ্চুরি করা প্রথম এশিয়ান অধিনায়কও হন। এর আগে ২০১১ সালে লর্ডসে তিলকরত্নে দিলশানের ১৯৩ রানের রেকর্ড ছিল। টাইগার পতৌদির পর তিনি ডবল সেঞ্চুরি হাঁকানো দ্বিতীয় সর্বকনিষ্ঠ ভারতীয় অধিনায়ক।

ভারতের অধিনায়ক হিসেবে টেস্টে সবচেয়ে কম বয়সে ডবল সেঞ্চুরি যাঁরা করেন—


২৩ বছর ৩৯ দিন – এমএকে পতৌদি বনাম ইংল্যান্ড, দিল্লি, ১৯৬৪
২৫ বছর ২৯৮ দিন – শুভমান গিল বনাম ইংল্যান্ড, এজবাস্টন, ২০২৫
২৬ বছর ১৮৯ দিন – সচিন তেন্ডুলকর বনাম নিউজিল্যান্ড, আহমেদাবাদ, ১৯৯৯
২৭ বছর ২৬০ দিন – বিরাট কোহলি বনাম ওয়েস্ট ইন্ডিজ, নর্থ সাউন্ড, ২০১৬

গিল রাহুল দ্রাবিড় এবং সুনীল গাভাস্কারের অভিজাত ক্লাবেও যোগ দিলেন, যিনি ইংল্যান্ডে খেলা টেস্টে ২০০ রানের মালিক একমাত্র ভারতীয়। গিলের ২২২ রানের সঙ্গেই তিনি ১৯৭৯ সালে সুনীল গাভাস্করের ২২১* (ওভাল টেস্ট) এবং  ২০০২ সালে রাহুল দ্রাবিড়ের ২১৭ (ওভাল টেস্ট) ইংল্যান্ডে টেস্ট ম্যাচে একজন ভারতীয়ের সর্বোচ্চ রানের রেকর্ডকে টপকে যান।

লিডসে টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেকে ১৪৭ রান করা গিল, জশ টং-এর বল ডিপ ফাইন লেগে পাঠিয়ে এক রান নিয়ে এই ফর্ম্যাটে তাঁর প্রথম ডবল সেঞ্চুরিটি করে ফেলেন।

তিনি ৩১১টি বল খেলে ডবল সেঞ্চুরি করেন যা তাঁকে ভারতের হয়ে ডবল সেঞ্চুরি করা অধিনায়কের তালিকায় মনসুর আলি খান পতৌদি, সুনীল গাভাস্কার, সচিন তেন্ডুলকর এবং এমএস ধোনির সঙ্গে এক তালিকায় জায়গা করে নিলেন। ভারতের হয়ে অধিনায়ক হিসেবে বিরাট কোহলির সর্বোচ্চ সাতটি ডবল সেঞ্চুরির রেকর্ড রয়েছে।

গিলের আগে, সেনার কোনও দেশে ভারতীয় অধিনায়কের সর্বোচ্চ রান ছিল ১৯৯০ সালে অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে মহম্মদ আজহারউদ্দিনের ১৯২। ১৯৯০ সালে ম্যানচেস্টারে আজহারউদ্দিনের ১৭৯ রান ছিল ইংল্যান্ডে ভারতীয় অধিনায়কের সর্বোচ্চ রান।

গিলের ডবল সেঞ্চুরি সাজানো ছিল ২১টি চার এবং দু’টি ছক্কা দিয়ে। সুনীল গাভাস্কার এবং রাহুল দ্রাবিড়ের কিংবদন্তি জুটির পর ওল্ড ব্লাইটিতে ডাবল সেঞ্চুরি করা তৃতীয় ভারতীয় ব্যাটসম্যান তিনিই।

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: FacebookTwitterGoogle