জাস্ট দুনিয়া ডেস্ক: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়কত্ব ছাড়লেন বিরাট কোহলি তবে চলতি আইপিএল-এর পর। রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিরাট কোহলি।
কিছুদিন আগেই জাতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ার কথা জানিয়েছিলেন বিরাট। আসন্ন টি২০ বিশ্বকাপের পরই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াবেন তিনি। এবার আইপিএল দল ব্যাঙ্গালোরের দীর্ঘদিনের দায়িত্ব ও ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেললেন। সেই দিনই তিনি এই সিদ্ধান্ত নিলেন যেদিন সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএল২০২১-এর দ্বিতীয় পর্ব শুরু হল।
‘‘এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না তবে এই অসাধারণ দলের ভালর জন্যই এই সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবা। আরসিবি পরিবার আমার হৃদয়ের কাছে সবসময় থাকবে। ঠিক যেমনটা আগে বলেছি আমি অবসরের আগে পর্যন্ত আরসিবির হয়ে ক্রিকেট খেলে যাব।’’
বিরাট কোহলি
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়কত্ব ছাড়লেন বিরাট কোহলি, আরসিবি অধিনায়ক তাঁর দেওয়া এক ভিডিও বার্তায় জানিয়েছেন, প্রতিভাবান এই দলের সঙ্গে তার অধিনায়ক হিসেবে চলা তাঁকে অনুপ্রাণিত করে গিয়েছে। তিনি বলেন, ‘‘আমি আরসিবি ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানানোর এই সুযোগ হাতছাড়া করতে চাই না। কোচ, প্লেয়ার এবং আরসিবির পুরো পরিবারকে ধন্যবাদ যারা এত বছর ধরে এই দলটিকে এগিয়ে নিয়ে গিয়েছেন।’’
Virat Kohli to step down from RCB captaincy after #IPL2021
“This will be my last IPL as captain of RCB. I’ll continue to be an RCB player till I play my last IPL game. I thank all the RCB fans for believing in me and supporting me.”: Virat Kohli#PlayBold #WeAreChallengers pic.twitter.com/QSIdCT8QQM
— Royal Challengers Bangalore (@RCBTweets) September 19, 2021
তিনি তাঁর বার্তায় আরও লেখেন, ‘‘এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না তবে এই অসাধারণ দলের ভালর জন্যই এই সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবা। আরসিবি পরিবার আমার হৃদয়ের কাছে সবসময় থাকবে। ঠিক যেমনটা আগে বলেছি আমি অবসরের আগে পর্যন্ত আরসিবির হয়ে ক্রিকেট খেলে যাব।’’
বিরাট কোহলির অধিনায়কত্বে আরসিবি আইপিএলে তাদের সেরাটা তুলে আনতে পারেনি। এটাই তাদের সামনে শেষ সুযোগ। এই মরসুমে ভাল জায়গায় রয়েছে বিরাট কোহলির দল। তাই জিতেই অধিনায়কত্ব থেকে সরতে চাইবেন তিনি। এই মুহূর্তে ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ব্যাঙ্গালোর তৃতীয় স্থানে রয়েছে। আইপিএল বন্ধ হওয়ার আগে টানা পাঁচ ম্যাচ জিতে ভাল জায়গাতেই ছিল দল। সেটাই ধরে রাখা এখন লক্ষ্য গোটা দলের। আর সেটাই হবে অধিনায়ক বিরাট কোহলির যোগ্য ফেয়ারওয়েল। সোমবার প্রথম ম্যাচ খেলতে নামবেআরসিবি। প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স।
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)