জাস্ট দুনিয়া ডেস্ক: অধিনায়কত্ব ছাড়লেন বিরাট কোহলি, টি২০ বিশ্বকাপের পরই দায়িত্ব বদল। অনেক দিন ধরেই এই নিয়ে কানাঘুষো শোনা যাচ্ছিল। লিমিটেড ওভারের ক্রিকেটের অধিনায়কত্ব বিরাটের থেকে যেতে চলেছে রোহিত শর্মার হাতে। বৃহস্পতিবার তাতেই সিলমোহর পড়ল। টি২০ বিশ্বকাপের পর টি২০ দলের অধিনায়কত্ব ছাড়তে চলেছেন তিনি। সরকারিভাবে সেই ঘোষণা হয়ে গেল বৃহস্পতিবার। এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই বার্তা দিলেন বিরাট। তিনি জানিয়ে দিলেন, টি২০ বিশ্বকাপের পরই এই ফর্ম্যাটের অধিনায়কত্ব ছাড়ছেন তিনি। ফোন করে সে কথা তিনি বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কেও জানিয়ে দিয়েছেন।
তিনি তাঁর বিবৃতিতে লেখেন, ‘‘আমি সৌভাগ্যবাণ শুধু ভারতের প্রতিনিধিত্ব করার জন্য নয় সঙ্গে ভারতীয় ক্রিকেট দলকে নিজের সেরাটা দিয়ে নেতৃত্ব দিতে পারার জন্যও। সবাইকে ধন্যবাদ যাঁরা এই সময়ে আমার পাশে থেকেছেন। দলের ছেলেরা, সাপোর্ট স্টাফ, নির্বাচক কমিটি, আমার কোচেরা এবং সব ভারতীয় যাঁরা আমাদের জয়ের জন্য প্রার্থণা করেছেন।’’ তাঁর বিবৃতি টি২০ দলের অধিনায়কত্বর কারণ হিসেবে তিনি ‘ওয়ার্কলোড’-এর কথা বলেছেন। তিনি নিজেকে সময় দিতে চান। টেস্ট ও একদিনের দলে আরও মন দিতে চান। তবে টি২০ খেলা তিনি চালিয়ে যাবেন।
বিরাটের বিবৃতি..
(প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে)
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)