জাস্ট দুনিয়া ডেস্ক: পাকিস্তানেকে হারিয়ে দীর্ঘদিনের যেন হতাশা কাটল জিম্বাবোয়ে ক্রিকেট দলের (Zimbabwe Cricket Team)। টি২০ বিশ্বকাপে টানটান উত্তেজনার ম্যাচে মাত্র এক রানে পাকিস্তানকে হারিয়ে দিল জিম্বাবোয়ে। যার সঙ্গে পর পর দুই ম্যাচ হেরে কার্যত বিশ্বকাপ শেষ হয়ে যেতে বসেছে পাকিস্তান ক্রিকেট দলের। অন্যদিকে রীতিমতো পিছিয়ে পড়া জায়গা থেকে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে পাকিস্তানকে হারিয়ে দেওয়া জিম্বাবোয়ে দল নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে দিল। গোটা দুনিয়া এটিকে অঘটন হিসেবেই ব্যাখ্যা করছে। কিন্তু আসলে এটা জিম্বাবোয়ে দলের হার না মানা লড়াইয়ের ফল। এভাবেই এবারের বিশ্বকাপের জন্য নিজেদের তৈরি করেছেন তাঁরা। ম্যাচ শেষে যেভাবে পুরো দল মাঠে নেমে গান গাইতে গাইতে জয় সেলিব্রেট করল সেটাও দলগত মেলবন্ধনের প্রতিফলন। দেখুন সেই ভিডিও—
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google