ভারত-পাকিস্তান যুদ্ধের আবহে শুধু কাশ্মীর নয় পুরো ভারতের ট্যুরিজম ব্যবসাই (Tourism Business) বড় ক্ষতির মুখে পড়েছে। এর পাশাপাশি মুহুর্মুমহু বাতিল হচ্ছে ট্রেনের টিকিট। এর মধ্যেই অবশ্য সরকারের তরফ থেকে সুখবর পাওয়া গিয়েছে, খুলে দেওয়া হয়েছে ৩২টি বিমানবন্দর। সব মিলে দুই দেশের মধ্যে শান্তিচুক্তি হলেও সাধারণ মানুষ এই আবহে কিছুটা ধিরে চলো নীতিতেই চলছে। পহেলগাঁওয়ের বৈসরণ ভ্যালিতে বেড়াতে গিয়ে যেভাবে প্রাণ হারাতে হয়েছে ২৫ জন ভ্রমণার্থীকে, তাতে মানুষের আত্মবিশ্বাস অনেকটাই আঘাতপ্রাপ্ত হয়েছে। আতঙ্ক এখনও কাটেনি। আর কাশ্মীর থেকে হিমাচল, রাজস্থান হয়ে তার প্রভাব পড়েছে দার্জিলিং, সিকিমেও। কারণ সন্ত্রাসবাদকে কড়া বার্তা দেওয়া হলেও এখনই পরিবার নিয়ে কেউই ঝুঁকি নিতে চাইছেন না।
এই পরিস্থিতিতে বিপুল ঘাটতির মুখে পড়ছে ট্যুরিজম ব্যবসার সঙ্গে যুক্ত থাকা সংস্থাগুলো। ২০২০ থেকে কোভিড-১৯-এর কারণে দীর্ঘ প্রায় তিন বছর দেশের ট্যুরিজম বড় ক্ষতির মধ্যে দিয়ে গিয়েছে। আবার ঘুরে দাঁড়িয়েছে সব কিছু। কোভিড আতঙ্কের পর এখন নতুন আতঙ্ক সন্ত্রাসবাদ। যদিও ভারত সরকার বা রাজ্যসরকারগুলো ট্যুরিজম বন্ধ রাখার কোনও বার্তা দেয়নি। তবে বাতিল হয়ে গিয়েছে কাশ্মীরের সব বুকিং। বাতিল হচ্ছে হিমাচল প্রদেশের বুকিংও। এবার শোনা যাচ্ছে দার্জিলিং, সিকিমেও ট্যুরিস্টরা যেতে চাইছেন না।
যদিও ইতিমধ্যেই যুদ্ধবিরতি ঘোষণা করেছে দুই দেশ। তার পরও পাকিস্তানের আচমকা হামলা হয়েছে কাশ্মীরের বিভিন্ন জায়গায়। তবে তার পর এখনও কোনও আর হামলার খবর না থাকলেও, পাকিস্তানের উপর ভরসা রাখতে পারছে না ভারতের সাধারণ নাগরিকরা। বিশেষ করে ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডরকে পাকিস্তান ব্যবহার করতে পারে বলে আতঙ্ক ছড়িয়েছে। তবে দার্জিলিং বা সিকিমে ট্যুরিজম ধাক্কা খাওয়ার কারণ যে শুধু যুদ্ধ তেমনটা নয়, তার সঙ্গে যুক্ত হয়েছে ১০ নম্বর জাতীয় সরক মেরামতির কাজ। যার ফলে যাতায়াত রীতিমতো কষ্টকর হয়ে পড়েছে।
এবার গ্রীস্মের শুরুতে যেভাবে ট্যুরিস্টের বাড়বাড়ন্ত দেখা গিয়েছিল এই অঞ্চলে তাতে অনেক লাভের আশা দেখেছিল ব্যবসায়ীরা। তবে যে হারে বুকিং, ট্রেনের টিকিট বাতিল হচ্ছে তাতে বড় লোকসানের আগাম বার্তা পৌঁছে গিয়েছে সবার কাছে। যে উত্তরবঙ্গের টিকিট হত্যে দিয়ে বসে থাকলেও পাওয়া যেত না সেই ট্রেনের টিকিট সহজেই পাওয়া যাচ্ছে। উত্তর ভারতের দিকে তো মানুষ যাচ্ছেই না, পূর্ব, পশ্চিম, দক্ষিণ সব দিকই ট্যুরিস্টের জন্য হাপিত্যেশ করছে। তবে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলেই মনে করছেন পুরো দেশের ট্যুরিজমের সঙ্গে যুক্ত থাকা মানুষরা।
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google