জাস্ট দুনিয়া ডেস্ক: কোভিডের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে বিশ্বে। যাতে গতবারের মতো সব দেশ ক্ষতিগ্রস্থ না হলেও কয়েকটি দেশ খুব বেশি পরিমাণে বিপদে। প্রতিদিন প্রচুর মানুষ আক্রান্ত হচ্ছেন। মৃত্যু হচ্ছে প্রচুর মানুষের। ভ্যাকসিন নিয়েও আক্রান্ত হচ্ছেন অনেকে এবং মৃত্যুও হচ্ছে। যা নিয়ে চিন্তায় ‘হু’ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তাঁদের মত, কোভিড-১৯-এর দ্বিতীয় ঢেউয়ে ক্ষতিগ্রস্থ ৩০টি দেশ। এদিন জরুরী মিটিংয়ে বসেন ‘হু’-র কর্তারা। তার পর সাংবাদিকদের মুখোমুখি হন। কী বলছেন তাঁরা কোভিড পরিস্থিতি নিয়ে শুনে নিন—
Media briefing on #COVID19 with @DrTedros https://t.co/6SISISeZOT
— World Health Organization (WHO) (@WHO) May 10, 2021
(প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে)
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)