North Sikkim-এ আপাতত যাবেন না, অনুরোধ সিকিম সরকারের

North Sikkim

স্কুলে গরমের ছুটি পড়ে গিয়েছে। আর এটাই মোক্ষম সময় পাহাড়ে বেড়াতে যাওয়ার। কলকাতার মানুষদের জন্য তো হাতের কাছে সব থেকে আকর্ষণীয় ভ্রমণ স্থান দার্জিলিং আর সিকিম। ছুটির সময় এই দুই পাহাড়ি জায়গায় গেলে দেখা যাবে পরিবার নিয়ে সবাই পৌঁছে গিয়েছে গরম থেকে বাঁচতে পাহাড়ের ঠান্ডায়। কিন্তু আপাতত বন্ধ হয়ে গেল উত্তর সিকিমে (North Sikkim) যাওয়া। সিকিম সরকারের তরফে ট্যুরিস্টদের উত্তর সিকিমে যাওয়ার পরিকল্পনা বাতিল করতে বলা হয়েছে। গত কয়েকদিন বাংলা ও সিকিমে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছেই। মঙ্গলবার থেকেই সেটা শুরু হয়ে গেল সিকিমে। প্রবল বৃষ্টিতে বিধ্বস্ত উত্তর সিকিমের রাস্তা-ঘাট। ধস নেমে বন্ধ হয়ে গিয়েছে রাস্তা। বহু পর্যটক এখনও আটকে রয়েছে সেখানে।

এই বৃষ্টির ফলে চুংথাং থেকে লাচেন পর্যন্ত রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। যার ফলে রাস্তায় আটকে পড়েছে ট্যুরিস্ট বোঝায় প্রচুর গাড়ি। যা খবর তাতে ৫০-এর উপর গাড়ি ওই পথে আটকে রয়েছে। রাত থেকেই আটকে রয়েছে পর্যটক বোঝাই গাড়ি। ওই বৃষ্ট আর ঠান্ডায় সেই গাড়িতেই সারা রাত আটকে ছিলেন পর্যটকরা।  তাদের উদ্ধার করতে ধসের জায়গায় পৌঁছেছে সেনাবাহিনী। ধস সরিয়ে রাস্তা পরিষ্কারের কাজও শুরু হয়েছে। তবে বৃষ্টির কারণে তা বার বার ভেস্তে যাচ্ছে।


আর এই পরিস্থিতিতে যাতে পর্যটকরা আরও সমস্যায় না পড়ে সে কারণে উত্তর সিকিম যাওয়া আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। বুধবারও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সিকিম জুড়ে। যার ফলে ধসের পরিমাণ বাড়তে পারে বলেই আশঙ্কা। এমিনতেই উত্তর সিকিম ধসপ্রবন এলাকা। প্রতি বর্ষায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্থ হয় উত্তর সিকিম। এবারও তার অন্যথা হয়নি। তার মধ্যে অসময়ের বৃষ্টির জন্য প্রস্তুত ছিল না পর্যটকরা। বৃষ্টির সঙ্গে প্রবল ঝোড়ো হাওয়া আরও সমস্যায় ফেলেছে তাদের। উপড়ে পড়েছে গাছ, যার ফলে ভেঙে পড়েছে পাহাড়ের অংশ। যার ফলে বন্ধ হয়ে গিয়েছে রাস্তা। এর সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বিদ্যুৎ সংযোগও।

উত্তর সিকিম ছাড়াও ক্ষতিগ্রস্থ হয়েছে সিকিমের বিভিন্ন জায়গা। তবে সেখানে কেউ আটকে নেই বলেই জানা গিয়েছে। সব থেকে ক্ষতিগ্রস্থ উত্তর সিকিম। ফিদাং থেকে সঙ্কলং পর্যন্ত রাস্তা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ভূমিধসের কবলে চুংথাং থেকে লাচেন পর্যন্ত রাস্তা। সব থেকে বেশি ধস নেমেছে মুন্সিথাং এলাকায়। এমনিতেই উত্তর সিকিমে মোবাইল নেটওয়ার্কের সমস্যা, তার উপর আবহাওয়া খারাপ হওয়ায় মোবাইল নেটওয়ার্ক প্রায় সময়ই কাজ করছে না। যে সব দিকে রাস্তা খোলা রয়েছে, সেখানে প্রবল বৃষ্টির মধ্যেই পর্যটক নিয়ে গাড়ি চলছে গন্তব্যের দিকে।

উত্তর সিকিমের মঙ্গন-চুংথাং হয়ে নতুন রাস্তাও বন্ধ। আপাতত খোঁজ চলছে অন্য কোথাও কোনও পর্যটক আটকে রয়েছে কিনা। তবে এখন যারা সিকিম যাওয়ার পরিকল্পনা করছেন তারা খোঁজ খবর নিয়েই যাবেন। বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিংয়ের পাহাড়েও।

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: FacebookTwitterGoogle