খেলার মাঠে আবারও দুর্ঘটনা, এবার Nations League-এর ফাইনালে

Nations League

বিশ্ব জুড়ো খেলার মাঠের দুর্ঘটনা যেন কিছুতেই থামছে না। সম্প্রতি পর পর দুর্ঘটনা। বিধ্বস্ত খেলার দুনিয়া। সেটা কখনও ফুটবল মাঠ তো কখনও ক্রিকেট মাঠ, এ যেন মৃত্যু মিছিল চলছেই। এক সপ্তাহও হয়নি বেঙ্গালুরুতে চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল ১১ জন সমর্থকের। আইপিএল জিতে নিজের শহরে ফিরেছিল দল, ছিল সংবর্ধনা অনুষ্ঠান। আর তা দেখতেই উপচে পড়ে ভিড়। সেখানেই ঘটে যায় দুর্ঘটনা। গত বছর ডিসেম্বরে স্থানীয় ফুটবল ম্যাচে গিনিতে পদপিষ্ট হয়ে ৫৬ জনের মৃত্যু হয়েছিল। রবিবার Nations League-এর ফাইনালও রক্তাক্ত হল। তবে এক্ষেত্রে স্ট্যামপেডের মতো ঘটনা ঘটেনি। বরং গ্যালারি থেকে পড়ে গিয়ে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। অতীতে বাংলার ফুটবলও এমন ঘটনার সাক্ষী থেকেছে।

রবিবার মিউনিখে পর্তুগাল ও স্পেনের মধ্যে নেশনস লিগের ফাইনালে স্ট্যান্ড থেকে পড়ে একজন দর্শকের মৃত্যু হয়েছে, উয়েফা এএফপির সহযোগী সংস্থা এসআইডিকে নিশ্চিত করেছে। অতিরিক্ত সময়ের প্রথম পর্বে মাঝের গ্যালারি থেকে নীচের টায়ারে থাকা প্রেস বক্সে পড়ে যান, ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। প্যারামেডিককর্মীরা এবং পুলিশ দ্রুত ছুটে যায় ঘটনাস্থলে। উয়েফার একজন মুখপাত্র নিশ্চিত করেছেন যে নেশনস লিগের ফাইনালে এক ফ্যানের মৃত্যুর ঘটনা ঘটেছে।


ম্যাচের পরে উভয় দলের প্রতিনিধিরা তাদের সহানুভূতি প্রকাশ করেছেন। খেলা ২-২ গোলে শেষ হওয়ার পর পেনাল্টিতে পর্তুগাল ৫-৩ গোলে জিতে চ্যাম্পিয়নের ট্রফি নিয়ে যায়।

স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে ম্যাচ-পরবর্তী সাংবাদিক সম্মেলনে ভক্তের প্রতি সমবেদনা প্রকাশ করে একটি বিবৃতি দিয়েছেন। “আমি আমার গভীর সমবেদনা জানাতে চাই কারণ একজন ভক্ত মারা গেছেন। এটি আমাদের মনে করিয়ে দেয়, জীবনে কী গুরুত্বপূর্ণ।” পর্তুগিজ দলের একজন প্রতিনিধিও একই রকম শোক প্রকাশ করে বলেছেন যে মৃত্যু “আজ আমাদের জয়ের উপর ছায়া ফেলেছে।” পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজ একই অনুভূতির প্রতিধ্বনি করে বলেছেন, এটি “অত্যন্ত দুঃখজনক খবর”।

মনে করা হচ্ছে মৃত সমর্থক প্রায় আট মিটার নিচে পড়েছিলেন, তবে কীভাবে এবং কেন এই দুর্ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়।

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: FacebookTwitterGoogle