জাস্ট দুনিয়া ডেস্ক: IPL 2022 Teams তৈরি। দু’দিনের নিলামের শেষে দল গুছিয়ে নিয়েছে সব দল। এবারের আইপিএল হবে ১০ দলের। যে কারণে নিলামে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। কেউ জিতল কেউ হারল তাতে। কেউ পেল পছন্দের প্লেয়ার, কাউকে সন্তুষ্ট থাকতে হল বিকল্প নিয়ে। তার মধ্যেই বিশাল মূল্য নিয়ে নজর কেড়ে নিলেন অনেকেই। কেউ পড়ে গেলেন বাদ। এই মরসুমে আর খেলা হবে না আইপিএল নিয়মিত বেশ কিছু মুখের। তা নিয়েও রয়েছে আলোচনা, সমালোচনা। তার মধ্যেই দল নিয়ে তৈরি সব ফ্র্যাঞ্চাইজি। এক ঝলকে দেখে নেওয়া যাক কেমন হল কোন দল—
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)