ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক অচলাবস্থার কারণে এক সপ্তাহ স্থগিত থাকার পর বুধবার জম্মু ও কাশ্মীরের রেয়াসি জেলার মাতা বৈষ্ণোদেবী মন্দিরে (Vaishno Devi Temple) হেলিকপ্টার পরিষেবা পুনরায় চালু হয়েছে। পহেলগাঁওয়ে নিরীহ ভ্রমণার্থীদের হত্যার বদলা নিতে পাকিস্তানের উপর হামলা চালিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। তার পরই পাকিস্তানের পাল্টা আক্রমণে যুদ্ধকালীন পরিস্থিতির সৃষ্টি হয়। দেশের ও দেশের মানুষদের নিরাপত্তার কথা মাথায় রেখে সাময়িকভাবে দেশের বিভিন্ন বিমান বন্দর বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সঙ্গে বন্ধ রাখা হয় বৈষ্ণোদেবীর হেলিকপ্টার পরিষেবাও।
দেশের ৩২টি বিমান বন্দর খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় মঙ্গলবারই। এদিন খুলে দেওয়া হল বৈষ্ণোদেবীর হেলিকপ্টার পরিষেবাও। দুই প্রতিবেশী দেশের মধ্যে যুদ্ধবিরতি স্থগিত হওয়ার পর জম্মু ও শ্রীনগর সহ ৩২টি বিমানবন্দরে বিমান চলাচল পুনরায় শুরু হওয়ার একদিন পর এই সিদ্ধান্ত নেওয়া হল।
“গত সাত দিন ধরে স্থগিত থাকার পর আজ সকালে মাতা বৈষ্ণোদেবী মন্দিরে হেলিকপ্টার পরিষেবা পুনরায় চালু হয়েছে,” শ্রাইন বোর্ডের একজন কর্মকর্তা জানিয়েছেন। এই মাসের শুরু থেকে বিভিন্ন যুদ্ধকালীন পরিস্থিতিতে তীর্থযাত্রীদের যাতায়াত একদমই কমে গিয়েছিল বৈষ্ণোবেদীর মন্দিরে। তবে যুদ্ধ বন্ধের খবর সামনে আসতেই তীর্থযাত্রীদের আগমনও বাড়তে শুরু করেছে বলে জানা গিয়েছে।
তীর্থযাত্রীদের জন্য ব্যাটারি কার পরিষেবাও কার্যকর রয়েছে, কর্মকর্তারা জানিয়েছেন।
তিনি বলেন, গত বছর ৯৪.৮৪ লক্ষেরও বেশি তীর্থযাত্রী এই মন্দিরে শ্রদ্ধা জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে ভিড় বহুগুণ বৃদ্ধি পাবে।
হেলিকপ্টার পরিষেবা পুনরায় চালু হওয়া এবং মাজার বোর্ডের ব্যবস্থায় তীর্থযাত্রী স্বভাবতই খুশি। যাঁদের এবার বৈষ্ণোদেবী যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁরা শেষ পর্যন্ত যেতে পারছে, এটাই সুখবর।
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google