জাস্ট দুনিয়া ডেস্ক: পঞ্জাব কিংস হারিয়ে দিল সানরাইজার্স হায়দরাবাদকে ৫ রানে, যদিও লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। শনিবারের ম্যাচে টসে হেরে ব্যাটিং পেয়ে পঞ্জাব কিংস করেছিল ৭ উইকেটে ১২৫ রান। পরে সেই রান তাড়া করতে নেমে সেই ৭ উইকেটেই ১২০ রান করে সানরাইজার্স হায়দরাবাদ। শেষ ওভারে দরকার ছিল ১৭ রান। একটি ছয় মারলেও জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলতে পারেনি তারা।
M. O. O. D! 🙌 🙌
Ravi Bishnoi strikes to dismiss Manish Pandey! #VIVOIPL #SRHvPBKS @PunjabKingsIPL
Follow the match 👉 https://t.co/B6ITrxUyyF pic.twitter.com/Qgex7Mk4Fo
— IndianPremierLeague (@IPL) September 25, 2021
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)