জাস্ট দুনিয়া ডেস্ক: বিশ্বাস করে বন্ধুকে সবটা বলে ফেলেছিলেন। যখন বুঝতে পারলেন যা যা বলেছেন সব রেকর্ড করছেন সেই বন্ধু, তখন থামালেন ঠিকই কিন্তু ততক্ষণে অনেকটাই দেড়ি হয়ে গিয়েছে। আর সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ২০২১-এ বিবাহ বিচ্ছেদ হয় ধাওয়ানের। আট বছরের বিবাহিত জীবনকে বিদায় জানান তিনি ও আয়েশা। তাঁদের একটি পুত্র সন্তানও রয়েছে। কিন্তু এই সবটাকে পিছনে ফেলে সামনের দিকে তাকাতে চান ধাওয়ান। ক্রিকেট মাঠেও ফর্মে রয়েছেন তিনি। ব্যক্তি জীবনও যে চেনা ছন্দ ফিরে পেয়েছেন তা স্পষ্টই বোঝা যাচ্ছে এই ভিডিওতে।
দেখুন সেই ভিডিও—
Why People are talking about this Video???#ShikharDhawan #ShikharDhawanLeakedVideo pic.twitter.com/nPNrRNAd2P
— Karamjot Singh (Faridkot) (@Karamjot_Singh1) April 10, 2023
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে