জাস্ট দুনিয়া ব্যুরো: মঙ্গলবার Paschim Medinipur Admin Meet-এ অংশ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মঞ্চ থেকেই পিডব্লুডি-কে ভৎসর্না করলেন তিনি। পশ্চিম মেদিনীপুর প্রশাসনিক বৈঠক থেকে তিনি বলেন, তাদের অনেক খাই তাই পিডব্লুডি-কে দিয়ে সব কাজ করানোর কোনওদরকার নেই। এইচআরবিসি ইঞ্জিনিয়ারদের দিয়ে কাজ করান। আপাতত তিন দিনের পশ্চিম মেদিনীপুর জেলা সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী। যাবেন ঝাড়গ্রামেও। এদিন সব জেলা সফরের মতো এখানেও একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন তিনি। এদিন তাঁর মুখে পূর্ত দফতরের প্রতিও বিরক্তির কথা শোনা গেল। শুনে নিন এই বৈঠক থেকে আর কী কী উঠে এল—
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক)