জাস্ট দুনিয়া ব্যুরো: Municipal Election 2022-এর ফল গোটা বাংলায় যে একটু আধটু অন্য রঙের দেখা পাওয়া যেত তাও ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। একাধিপত্ত নিয়ে সর্বত্র প্রায় জিতে গিয়েছে। তবে এই জয় যে দলের দায়িত্ব বাড়িয়ে দেবে সেই বার্তা মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন। তিনি এও বলেছেন, যত জিতবে তত দায়িত্ব বাড়বে। টুইট করে সেই বার্তাই দিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন সেই টুইট—
Let victory enhance our responsibility and dedication. Let triumph impart humility. Let us together work for peace, prosperity and development of the state.
Jai Bangla!(2/2)— Mamata Banerjee (@MamataOfficial) March 2, 2022
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)