রাখি সাবন্ত কলকাতায় কালিপুজোর উদ্বোধনে, সঙ্গে বিধায়ক মদন মিত্র

রাখি সাবন্ত কলকাতায় কালিপুজোর উদ্বোধনেরাখি সাবন্ত কলকাতায় কালিপুজোর উদ্বোধনে

জাস্ট দুনিয়া ডেস্ক: রাখি সাবন্ত কলকাতায় কালিপুজোর উদ্বোধনে এলেন। তাঁর সঙ্গে ছিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। মঙ্গলবার ধনতেরসের দিন তিনি এই শহরে। বড় বাজারে পুজো উদ্বোধন দিয়ে তাঁর সফর শুরু। বুধবার রাখি পুরোদস্তুর বাঙালিনী। লাল বেনারসি, গয়না, শাঁখা-পলায় অভিনেত্রী একেবারে ‘তিলোত্তমা’! রাখি সাবন্ত কলকাতায় কালিপুজোর উদ্বোধনে এই সাজেই শহরের পাঁচ তারা হোটেলে ফ্যাশন শ্যুট। সেই সাজেই বিকেলে তিনি মদন মিত্রের সফরসঙ্গী।

সবাইকে বাংলায় কালীপুজোর শুভেচ্ছা জানিয়েছেন রাখি। মুক্তকণ্ঠে প্রশংসা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার পরেই উপস্থিত জনতার অনুরোধে শুনিয়েছেন ‘তেরে ড্রিম মে মেরি এন্ট্রি’ গানের দু’কলি। রাখির সুরে সুর মিলিয়েছেন কামারহাটির বিধায়ক মদনও।

দেখুন মদনের সঙ্গে রাখির সেই সব মুহূর্ত


প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)