Rihanna মা হচ্ছেন, ছবি ভাইরাল নেট দুনিয়ায়

Rihanna

জাস্ট দুনিয়া ডেস্ক: Rihanna মা হচ্ছেন, ছবি ভাইরাল নেট দুনিয়ায়। তীব্র শীত। প্রেমিকের হাত ধরে নিউইয়র্কের পথে হাঁটছেন মার্কিন পপ তারকা রিহানা। গোলাপি রঙের লম্বা জ্যাকেটের নীচের দিকের বোতামগুলো খোলা। গলা থেকে স্ফীত পেট পর্যন্ত ঝুলছে গয়না। ভক্ত ও পৃথিবীবাসীকে এ ভাবেই তিনি জানান দিলেন, মা হতে যাচ্ছেন তিনি।

কণ্ঠশিল্পী, অভিনেত্রী ও ফ্যাশন আইকন অন্তঃসত্ত্বা রিহানার ছবি ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, নিউইয়র্কের রাস্তায় প্রেমিকের হাত ধরে হাসছেন রিহানা। গোলাপি ওভারকোটের নীচে পরেছেন নীল রঙের জিনস।

প্রথম সন্তানকে স্বাগত জানানোর অপেক্ষায় রিহানা ও গায়ক এসাপ রকি। একটি ছবিতে রিহানার কপালে চুমু খেতে দেখা গেছে রকিকে।

Rihanna

একাধিক সাক্ষাৎকারে মা হওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন ৩৩ বছর বয়সি রিহানা। দীর্ঘ দিনের বন্ধুত্ব, ২০২০ সাল থেকে প্রেম করছিলেন রকি ও রিহানা। সম্পর্ক দৃঢ় হওয়ার সঙ্গে সঙ্গে সন্তান নেওয়ার পরিকল্পনা ছিল দু’জনের।

এ বার পূর্ণ হতে যাচ্ছে রিহানার আশা। ভক্তরা তাঁর জীবনের নতুন অধ্যায়ের সাক্ষী হওয়ার অপেক্ষায়।

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)