দরবাজা-এ রৌজা ভেঙে পড়ল, ক্ষতিগ্রস্ত তাজমহলের অনেকটাই

দরবাজা-এ রৌজা

জাস্ট দুনিয়া ডেস্ক: দরবাজা-এ-রৌজা, তাজমহলে ঢোকার মুখে এই নামেই খ্যাত এই গেট। প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল সেই ১২ ফুটের মেটাল পিলার। আগ্রায় কয়েকদিন ধরে প্রবল বৃষ্টি চলছে। সঙ্গে ঝোড়ো হাওয়া। যার জেরে বুধবার রাতে ভেঙে পড়ল এই পিলার। ভেঙে পড়ল হাওয়ার তোড়ে। ঝড়, বৃষ্টির পরিমাণ এতটাই বেশি ছিল যে ভারতের ইতিহাসের সব থেকে বড় যে নজির তারই একটি অংশ ভেঙে পড়ল। ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে ঝড় বয়ে গিয়েছে আগ্রার উপর দিয়ে। পিলারটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়।

২০১৭র অক্টোবরে তাজমহলের সংরক্ষণের কাজ বন্ধ করে দিয়েছিল এএসআই। ইন্ডিয়ান ইস্টিটিউট অব টেকনোলজির ইঞ্জিনিয়ারদের থেকে সাহায্য নেওয়া হয়েছিল। সেই সময় তাদের তরফে জানানো হয় সাদা মার্বেল পরিষ্কার করার জন্য যে মাটি ব্যবহার করা হয় তার জন্য পুরো তাজমহলের গঠনই দূর্বল হয়ে গিয়েছে।

সম্প্রতি সংস্কারের কাজ চলছিল তাজমহলের। আর্কিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়াই এই কাজ করছে। সঙ্গে চলছে তাজমহলের মালিকানা নিয়ে দ্বন্দ্ব। সুন্নি ওয়াকফ বোর্ডের দাবি তাজমহল তাদের। সুপ্রিম কোর্টেও এই নিয়ে কেস চলছে। তার মধ্যেই ভেঙে পড়ল ঐতিহ্যশালী স্থাপত্যের এই অংশ।

স্ত্রীর স্মৃতিরে এই স্থাপত্য বানিয়েছিলেন মুঘল সম্রাট শাহ জাহান। এএসআই-এর তরফে জানানো হয়েছে তাজমহল ব্রিটিশ রাজত্ব কালে তাদের দখলে ছিল। স্বাধীনতার পর তা চলে যায় সোসাইটির হাতে। গত মার্চে সুপ্রিম কোর্ট উত্তরপ্রদেশ সরকারের বলে যথোপযুক্ত নথি পেশ করতে তাজমহলের মালিকানার বিষয়ে। তা হলে তাজমহলের রক্ষণাবেক্ষণের কাজও অনেক সুষ্ঠভাবে হবে।

আলজিরিয়ায় ভেঙে পড়ল বিমান

গত জানুয়ারিতে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া তাজমহেল পরিস্থিতি পরীক্ষার পর জানায় দূষণের জন্য চূড়ান্ত ক্ষতিগ্রস্থ হচ্ছে তাজমহল। পাথরের চমক চলে যাচ্ছে। নষ্ট হচ্ছে মনুমেন্টের গঠনও। যার ফল হাতে নাতে পাওয়া গেল এদিন। যখন ভেঙে পড়ল মিনার। ২০১৭র অক্টোবরে তাজমহলের সংরক্ষণের কাজ বন্ধ করে দিয়েছিল এএসআই। ইন্ডিয়ান ইস্টিটিউট অব টেকনোলজির ইঞ্জিনিয়ারদের থেকে সাহায্য নেওয়া হয়েছিল। সেই সময় তাদের তরফে জানানো হয় সাদা মার্বেল পরিষ্কার করার জন্য যে মাটি ব্যবহার করা হয় তার জন্য পুরো তাজমহলের গঠনই দূর্বল হয়ে গিয়েছে।

গত মার্চে সুপ্রিম কোর্ট উত্তরপ্রদেশ সরকারের বলে যথোপযুক্ত নথি পেশ করতে তাজমহলের মালিকানার বিষয়ে।  ফল হাতে নাতে পাওয়া গেল এদিন। যখন ভেঙে পড়ল মিনার। ২০১৭র অক্টোবরে তাজমহলের সংরক্ষণের কাজ বন্ধ করে দিয়েছিল এএসআই।