জাস্ট দুনিয়া ডেস্ক: Tripura TMC State Committee গঠন করল দল। এর আগে গোয়ায় রাজ্য কমিটি গঠন করেছিল তৃণমূল কংগ্রেস। এবার ত্রিপুরার রাজ্য কমিটির দায়িত্ব দেওয়া হল প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে। রাজ্য সভাপতি করা হল প্রাক্তন বিধায়ক সুবল ভৌমিককে। ত্রিপুরা রাজ্য কমিটির মোট সদস্য সংখ্যা ১৩২। মাথায় বসানো হয়েছে ৬ জনকে। তাঁরা হলেন, সুবল ভৌমিক, সুস্মিতা দেব, আশিস দাস, আশিসলাল সিং, ভৃগুরাম রিয়াং ও মামন খান। ত্রিপুরার পুর নির্বাচনে এবার লড়াইয়ের ময়দানে নামলেও সুবিধে করতে পারেনি তৃণমূল। কিন্তু তাতে যে তারা হাল ছেড়ে দেয়নি তা প্রমাণ করল এই রাজ্য কমিটি। রয়েছেন ৮ জন সহ-সভাপতি, ৫ জন সাধারণ সম্পাদক, ১৪ জন সচিব, ৭ জন যুগ্ম সম্পাদক এবং ৭২ জন কার্যনির্বাহী সদস্য। তার পরই সাংবাদিক সম্মেলন করে কী বার্তা দেওয়া হল শুনে নিন—
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)