জাস্ট দুনিয়া ডেস্ক: আর কিছুক্ষণের অপেক্ষা। তার পরই শুরু হয়ে যাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৩। কোভিড আতঙ্ক কাটিয়ে আবার ঘরের মাঠে পুরো দমে ক্রিকেট খেলতে প্রস্তুত আইপিএল-এর ১০ দল। তার আগে আবার দেখা যাবে সেই গ্র্যান্ড ওপেনিং। যেখানে তারকার মাতাবেন মঞ্চ। এবার সেই তালিকায় রয়েছেন তামান্না ভাটিয়া, রশ্মিকা মন্ধনা ও অরিজিৎ সিং। ইতিমধ্যেই প্রস্তুতি শেষ। দেখে নেওয়া যাক কেমন হল তাঁদের প্রস্তুতি—
Lights 💡
Camera 📸
Action 🔜⏳@tamannaahspeaks & @iamRashmika are geared up for an exhilarating opening ceremony of #TATAIPL 2023 at the Narendra Modi Stadium 🏟️🎇 pic.twitter.com/wAiTBUqjG0— IndianPremierLeague (@IPL) March 30, 2023
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google