জাস্ট দুনিয়া ডেস্ক: মারিওপুলে রাশিয়ার আক্রমণ নিয়ে মুখ খুললেন জেলেনেস্কি (Zelensky On War)। তাঁর বক্তব্য অনুযায়ী মানবিক কারণেও কেন মারিওপুলে ইউক্রেন সরকারকে ঢুকতে দেওয়া হচ্ছে না কারণ সেখানে রাশিয়ার আক্রমণে তাণ্ডবলীলা চলেছে। যার ফলে প্রচুর মানুষের মৃত্যু হয়েছে, অনেক মানুষ আহত। তিনি প্রশ্ন তোলেন এই ধবংসলীলা শেষে কী পাবে রাশিয়া? তাঁর মতে, রাশিয়া তাদের অপরাধ লুকোচ্ছে। লাইন দিয়ে সাধারণ মানুষকে মারছে তারা। পরিবারের পর পরিবারকে জ্বালিয়ে দিচ্ছে। বাবা-মা-ভাই-বোন, শিশু কে নেই সেই তালিকায়। তিনি আবারও শান্তি আলোচনার কথা বলেছেন। তাঁর মতে, সেটা ছানা এই যুদ্ধ বন্ধ হবে না। শুনে নিন সঙ্গে দেখেন নিন তাঁর বক্তব্যের অনুবাদ—
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)